জামায়াতের সাবেক এমপিসহ ৬ জনের মৃত্যুদণ্ড
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গাইবান্ধায় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামির সাবেক এক সংসদ সদস্যসহ ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ আদালত।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন, জামায়াতের সাবেক এমপি আবু সালেহ মো. আব্দুল আজিজ মিয়া, রুহুল আমিন ওরফে মঞ্জু, আবু মুসলিম মো. আলি, আব্দুল লতিফ, নাজমুল হুদা ও আব্দুর রহিম মিয়া। এদের মধ্যে লতিফ কারাগারে রয়েছেন, বাকিরা পলাতক।
পলাতক আসামীদের গ্রেফতারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. শাহিনুর ইসলাম রায় ঘোষণার সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেন।
তাদের বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে। এগুলো হল মুক্তিযুদ্ধের সময় গাইবান্ধার সদর উপজেলার মৌজামালি গ্রামে এক হিন্দু ব্যক্তিকে হত্যা, ছাত্রলীগের এক নেতাকে হত্যা ও সুন্দরগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নের ১৩ জন চেয়ারম্যান ও ইউপি সদস্যকে হত্যা।
গত ২৩ অক্টোবর আদালতে যুক্তি উপস্থাপন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ হায়দার আলী আসামীদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করেন। বলা হয়, আসামীদের বিরুদ্ধে তিনটি অভিযোগই প্রমাণে তারা সক্ষম হয়েছেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবী গাজী এমএইচ তামিম বলেন, রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। তিনি তাদের খালাস দাবি করেন।
Comments