খেলা

রোমাঞ্চকর জয়ের পর মাশরাফিদের জরিমানা

শেষ বল পর্যন্ত উত্তাপ ছড়িয়ে জয় পাওয়ার ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে মাশরাফিদের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মন্থর ওভার রেটে অধিনায়ক মাশরাফি ও রংপুর রাইডার্সকে জরিমানা করা হয়েছে।
Rangpur Riders
লো-স্কোরিং ম্যাচ জিততে বারবার রণকৌশল ঠিক করতে সময় যাচ্ছিল মাশরাফিদের। ছবি: ফিরোজ আহমেদ

শেষ বল পর্যন্ত উত্তাপ ছড়িয়ে জয় পাওয়ার ম্যাচে জরিমানা গুনতে হচ্ছে মাশরাফিদের। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মন্থর ওভার রেটে অধিনায়ক মাশরাফি ও রংপুর রাইডার্সকে জরিমানা করা হয়েছে। 

মঙ্গলবার রাতে ১৪২ রান ডিপেন্ড করতে ফিল্ডিং করছিল রংপুর। বারবার রঙ বদলানো ম্যাচে ক্ষণে ক্ষণেই শলাপরামর্শ করতে হচ্ছিলে তাদের। এতে নির্ধারিত সময়ে শেষ করতে দুই ওভার পিছিয়ে ছিল মাশরাফির দল। অধিনায়ক হিসেবে তাই মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। দলের বাকিদের কাটা গেছে ২০ শতাংশ। 

ম্যাচ শেষে মাঠের আম্পায়ারের অভিযোগের পর ম্যাচ রেফারির কাছে দায় স্বীকার করে নেন মাশরাফি। তাই দরকার হয়নি আনুষ্ঠানিক শুনানির। বিপিএলের প্রথম পর্বে খেলা শেষ করতে দেরি করায় একই শাস্তি পেয়েছিলেন নাসির হোসেন ও সিলেট সিক্সার্স। 

 

Comments

The Daily Star  | English

Hilsa remains a luxury

Traders blame low supply for high price; not enough catch in rivers even after 2-month ban

35m ago