ধনীদের কাছ থেকে সারচার্জ আদায় চলবে: সুপ্রিম কোর্ট
ধনীদের সম্পদের ওপর সারচার্জ আদায় বন্ধ হবে না বলে আজ রায় দিয়েছেন সুপ্রিম কোর্ট।
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, দুই কোটি টাকার ওপর সম্পদের মালিকদের সারচার্জ হিসেবে সরকারকে অতিরিক্ত কর প্রদান করতে হয়।
সারচার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কয়েকজন ব্যবসায়ীর লিভ টু আপিলের শুনানির পর বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিয়ার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সারচার্জ বহাল রাখার রায় দেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে একটি আপিলেরও অনুমতি দেওয়া হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানান ডেপুটি এটর্নি জেনারেল রাশেদ এস জাহাঙ্গীর।
তিনি আরও জানান, আপিল বিভাগে শুনানি না হওয়া পর্যন্ত দুই কোটি টাকার বেশি সম্পদের মালিকদের কাছ থেকে সারচার্জ আদায়ে কোনো বাধা নেই।
এর আগে ২০১৫ সালে হাইকোর্ট তার রায়ে ধনীদের ওপর অতিরিক্ত সারচার্জ আরোপকে সংবিধান পরিপন্থী বলে রায় দেন।
Comments