পশ্চিমবঙ্গে আরও একজন ‘এবিটি জঙ্গি’ গ্রেফতার

ভারত-নেপাল সীমান্ত দিয়ে নেপালের পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য মোহম্মদ আফতাব। সে কখনো মাহি কিংবা কখনো ওমর ফারুক নামেরও পরিচয় দিতো। মোবাইল টাওয়ারের লোকেশন থেকে কলকাতা পুলিশের বিশেষ শাখা এসটিএফ মঙ্গলবার তাকে গ্রেফতার করে। আজ কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হতে পারে তাকে।
পশ্চিমবঙ্গে এবিটি জঙ্গি গ্রেফতার
ধৃত এবিটি জঙ্গি মোহম্মদ আফতাব

ভারত-নেপাল সীমান্ত দিয়ে নেপালের পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল আনসারুল্লাহ বাংলা টিমের আরেক সদস্য মোহম্মদ আফতাব। সে কখনো মাহি কিংবা কখনো ওমর ফারুক নামেরও পরিচয় দিতো। মোবাইল টাওয়ারের লোকেশন থেকে কলকাতা পুলিশের বিশেষ শাখা এসটিএফ মঙ্গলবার তাকে গ্রেফতার করে। আজ কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হতে পারে তাকে।

ভারতীয় গণমাধ্যমগুলো গোয়েন্দা সূত্র দিয়ে বলছে, ধৃত জঙ্গির কাছ থেকে ঢাকার কিছু গুরুত্বপূর্ণ এলাকার মানচিত্র পাওয়া গিয়েছে। আইইডি তৈরির বেশ কিছু বইপত্র উদ্ধার হয়েছে আফতাবের কাছ থেকে। আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের বিস্ফোরক তৈরির প্রশিক্ষক হিসাবে নিযুক্ত ছিল মাহি ওরফে আফতাব। গত ১১ অক্টোবর পর্যন্ত আরও দুই জঙ্গি তামিম ও নয়ন গাজির সঙ্গে কলকাতার পার্শ্ববর্তী হাওড়ার একটি লজে ভাড়া ছিল সেও। সেখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় রেকি করতে বের হয়।

কলকাতা পুলিশের বিশেষ শাখার পুলিশ গত সপ্তাহে কলকাতা স্টেশন থেকে সামসাদ ও রিয়াজুল নামের বাংলাদেশি দুই সন্দেহভাজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে গ্রেফতার করে। তাদের জেরা করে কলকাতার শিয়ালদা স্টেশনের পাশে জগত সিনেমা হলের পাশে একটি লজ থেকে গ্রেফতার করা হয় আরেক বাংলাদেশি জঙ্গি সাদাত হোসেনকে। ওই  তিন জনকে জেরা করে তামিম ও নয়ন এবং আফতাব নামে আরও তিন এবিটির জঙ্গির খোঁজ পান গোয়েন্দারা।

কলকাতার গণমাধ্যম বলছে, তামিম ঢাকার একজন ব্লগার খুনের ফেরার আসামী। তাকে ও নয়ন গাজিকে ধরতে পুলিশ ইতিমধ্যেই তাদেরর ছবি প্রকাশ করে পুরস্কারও ঘোষণা করেছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স বা এসটিএফ তাদের ধরতে রাজ্য জুড়ে তল্লাশি শুরু করেছে।

কলকাতার একটি টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ বুধবার সকালের খবরে জানিয়েছে, ধৃত আফতাব ঢাকার একজন পরিচিত শিক্ষাব্যাক্তিত্বকে খুনের পরিকল্পনা করছিল।

এসটিএফ সূত্র জানিয়েছে, ঢাকার পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ধৃত এবিটি জঙ্গিদের নিয়ে নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের। ঢাকার পুলিশও ইতিবাচকভাবে তাদের সাহায্য করছেন।

Comments

The Daily Star  | English
gold prices fall

Gold hits all-time high of Tk 109,000 a bhori

The new price will be effective from November 30

1h ago