রূপা ধর্ষণ ও হত্যা মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

টাঙ্গাইলে রূপা খাতুন নামের আইনের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ জন পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গত আগস্টে চলন্ত বাসে রূপাকে দলগত ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।
টাঙ্গাইলে আইনের ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলায়
রূপা খাতুন। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে রূপা খাতুন নামের আইনের এক ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলায় পাঁচ জন পরিবহন শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গত আগস্টে চলন্ত বাসে রূপাকে দলগত ধর্ষণের পর হত্যা করা হয়েছিল।

আজ বুধবার টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ এবং টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক রবিউল হাসান আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলা থেকে অব্যাহতি, অধিকতর তদন্ত এবং জামিনের জন্য আসামীদের পক্ষ থেকে পৃথক তিনটি আবেদন খারিজ করে আগামী ৩ জানুয়ারি থেকে মামলার বিচার কার্যক্রম শুরুর দিন ধার্য করেন আদালত।

এই মামলায় বাদীপক্ষকে অধিকার বিষয়ক একটি সংগঠনের পক্ষ থেকে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। সংগঠনটির স্থানীয় চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান দ্য ডেইলি স্টারকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

ধর্ষণ, হত্যা, লাশ গুম ও এসব অপরাধে সহায়তার অভিযোগে যে পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তারা হলেন, বাসের হেলপার শামিম (২৬), আকরাম (৩৫), জাহাঙ্গীর (২০), বাস চালক হাবিবুর (৪৫) ও বাসের সুপারভাইজার সফর আলী (৫৫)।

গত ২৫ আগস্ট রাতে টাঙ্গাইলের পঁচিশ মাইল এর কাছে একটি নির্জন জায়গায় বাস থেকে রূপার লাশ ফেলে দেওয়া হয়। ঘাতকরা ধর্ষণের পর ঘাড় মটকে তাকে হত্যা করে। রূপা বগুড়ায় একটি চাকরির পরীক্ষা দিয়ে ময়মনসিংহে কর্মস্থলে ফিরছিলেন।

Click here to read the English version of this news

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago