নেটে দেখে অনিককে মনে ধরে স্যামির

Kazi Onik- Darren Sammy
বিপিএলে উইকেট পেয়ে উল্লাসরত কাজি অনিক। ফাইল ছবি: প্রবীর দাস

বিপিএলের শুরুতে অনূর্ধ্ব-১৯ দল মালোয়েশিয়া যুব এশিয়া কাপে ব্যস্ত ছিল। শুরু থেকে তাই ছিলেন না কাজি অনিকরা। দেশে ফিরে খেলতে নেমে ওই দলের আফিফ হোসেন আলো কেড়েছেন এরমধ্যে। এবারই প্রথম মাঠে নামার সুযোগ হয়েছিল বাঁহাতি পেসার কাজি অনিকের। নেমে বাজিমাত করেছেন এই তরুণ। অভিষেকেই পেয়েছেন ৪ উইকেট।

বিপিএলে রাজশাহী কিংসের সেরা অস্ত্র মোস্তাফিজুর রহমান। চোট থেকে ফিরে পাচ্ছিলেন না ছন্দ। বোলিং নিয়ে বেশ বিপাকে ছিল আগেরবারের রানার্সআপরা। নেটেই নাকি অনিককে দেখে সমাধান খুঁজে পান ড্যারেন স্যামি,  ‘স্যামি আমাকে নেটে দেখে পছন্দ করেছে। ও টপ ক্লাস প্লেয়ার সে জানে  কখন কাকে নামাতে হবে। ম্যাচ শেষে আমাকে বলেছে- ভালো জায়গায় বল করেছ, পরে সুযোগ পেলেও একইরকম করার চেষ্টা কর।’

৩.২ বল করে পেয়েছেন ৪ উইকেট। রান দিয়েছেন মাত্র ১৭। রান আটকানোই নাকি ছিল তার প্রথম উদ্দেশ্য, ‘আসলে আমার প্রথম পরিকল্পনা ছিল কম রান দিয়ে ওভারগুলো শেষ করা। সেই সাথে উইকেটও পেয়ে গেছি। ’

যুবদলে কাজি অনিকের বন্ধুরা অনেকেই চলে এসেছেন আলোয়। একটা সুযোগের অপেক্ষায় ছিলেন তিনিও, সেটা পেয়ে শতভাগ কাজে লাগানোর তৃপ্তি তার চোখেমুখে,  অভিষেক ম্যাচে ভালো করায় ভালো লাগছে, অপেক্ষা করছিলাম সুযোগের, ইচ্ছা ছিল সুযোগ পেলে ভাল করার।’

উইকেট পেয়ে উদযাপনটাও ভিন্নরকম ছিল ১৯ বছরের তরুণের। জানালেন বিশেষ উদযাপনের কারণ,  ‘এটা আমাদের অনূর্ধ্ব-১৯ দলের একজনের আবিষ্কার। উইকেট পেলেই এটা আমি দিতাম। হংকংয়ে সিক্স-এ সাইড খেলতে গিয়েও পুরো দল মিলে এই নাচটা দিয়েছি।’

Comments

The Daily Star  | English

Israel army says sirens sound in north after Iran missile launch

Iran and Israel traded further air attacks on Thursday as Trump kept the world guessing about whether the US would join Israel's bombardment of Iranian nuclear facilities.

19h ago