মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায়
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ আজ (২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
আনিসুলের ছোট ভাই ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি গ্রহণ করেন।
এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে আনিসুলের মরদেহ বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্যসচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এবং ডিএনসিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
আনিসুল গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি নিউরো সমস্যার কারণে প্রায় তিনমাস হাসপাতালে ভর্তি ছিলেন।
আনিসুলের মরদেহ তাঁর বনানী বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। দুপুর ৩টার দিকে তা বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে।
আজ বিকেলে আসর নামাজের পর আনিসুল হকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর, তাঁকে বনানী গোরস্থানে তাঁর মা ও ছেলের কবরের পাশে দাফন করা হবে।
আরো পড়ুন:
Comments