বাংলাদেশে শরণার্থী রোহিঙ্গাদের জন্যে ফরাসি ইন্টারনেট তারকাদের তহবিল

মিয়ানমারে হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্যে তহবিল জোগাড় করছে একদল ফরাসি ইন্টারনেট তারকা।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের অনলাইন নিউজ চ্যানেল ‘এজে প্লাস’-এর এক সাম্প্রতিক ভিডিও রিপোর্টে বলা হয়, ‘লাভ আর্মি’ নামের এই দলটি ৪৮-ঘণ্টায় দশ লাখ ডলার জোগাড় করার লক্ষ্য হাতে নিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাঁচ লাখ ৮০ হাজার ডলারের মতো তহবিল জোগাড় করেছে তারা।
তহবিল জোগাড়ের সঙ্গে জড়িতদের একজন ইন্টারনেট তারকা জেরোমি জারে বিষয়টি নিয়ে তুরস্কের রাষ্ট্রপতির সঙ্গেও যোগাযোগ করতে পেরেছেন।
এছাড়াও, আয়োজকরা শরণার্থী রোহিঙ্গাদের আর্থিকভাবে সহায়তা করার জন্যে ‘গোফান্ডমি’ পেজ খুলেছে।
Comments