টাইগারদের কোচের পরীক্ষা দিতে ঢাকায় পাইবাস

বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে পাইবাসের আসার খবর নিশ্চিত করেছেন।
Richard Pybus
রিচার্ড পাইবাস, ছবি: এএফপি (ফাইল)

জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চারমাস কাজ করে ছেড়ে দেওয়া রিচার্ড পাইবাস ফের কোচের পরীক্ষা দিতে আসছেন।মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা পৌঁছানোর পর বুধবার দুপুরে বিসিবিতে ইন্টারভিউ দেবেন তিনি। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস দ্য ডেইলি স্টারকে পাইবাসের আসার খবর নিশ্চিত করেছেন।

চণ্ডিকা হাথুরুসিংহের পদ ছাড়ার পর বাংলাদেশ জাতীয় দলের জন্য কোচ খুঁজছে বিসিবি। ইংল্যান্ডে জন্ম নেয়া দক্ষিণ আফ্রিকান পাইবাস ২০১২ সালে স্টুয়ার্ট ল দায়িত্ব ছাড়ার পর টাইগারদের কোচ হিসেবে যোগ দিয়েছিলেন। কিন্তু মাত্র চারমাস দায়িত্ব পালনের মাথায় বিসিবির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে চলে যান তিনি।

প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেও সেসব কোন চুক্তিতে সই করেননি তিনি। বছরে ৪৫ দিনের চেয়েও বেশি ছুটি দাবি করার পাশাপাশি অনুশীলনের খাবারের মান নিয়েও আপত্তি ছিল তার।  

আসছে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের আগেই নতুন কোচ নিয়োগ দিতে চাইছে বিসিবি। এ পর্যন্ত পাইবাস ছাড়াও ওয়েস্ট ইন্ডিয়ান ফিল সিমন্সের নামও আলোচনায় রয়েছে।

দক্ষিণ আফ্রিকা সফরের মধ্যেই হেড কোচের পদ থেকে পদত্যাগের চিঠি পাঠান হাথুরুসিংহে। জাতীয় দল দক্ষিণ আফ্রিকা সফর থেকে ফেরার পর তার পদত্যাগের খবর গণমাধ্যমে আসে। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত হাথুরুসিংহের সঙ্গে চুক্তি ছিল বিসিবির। টাইগারদের দায়িত্ব ছাড়ার পর হাথুরুসিংহে নিজ দেশ শ্রীলঙ্কার কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন। 

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

11h ago