আনুশকা-বিরাটের বিয়ে ইতালিতে?

তবে কি সত্যিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা? দীর্ঘ চার বছর থেকে তাঁদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে। ভারতীয় মিডিয়াতে তো বটেই। বিদেশি মিডিয়াতেও সমানভাবে দুই জগতের দুই তারকার বিয়ে হওয়ার সম্ভাবনা নিয়ে হৈচৈ কম হচ্ছে না।
Virat Kohli and Anushka Sharma
ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা। ছবি: এএফপি ফাইল ফটো

তবে কি সত্যিই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্রিকেটার বিরাট কোহলি এবং অভিনেত্রী আনুশকা শর্মা? দীর্ঘ চার বছর থেকে তাঁদের বিয়ে নিয়ে নানা গুঞ্জন চলছে। ভারতীয় মিডিয়াতে তো বটেই। বিদেশি মিডিয়াতেও সমানভাবে দুই জগতের দুই তারকার বিয়ে হওয়ার সম্ভাবনা নিয়ে হৈচৈ কম হচ্ছে না।

কলকাতার একটি টেলিভিশন চ্যানেল এবিপি আনন্দ আজ (৬ ডিসেম্বর) ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানাচ্ছে, আগামী ৯ থেকে ১১ ডিসেম্বরের মধ্যে ইতালিতে আনুশকা-বিরাটের বিয়ের অনুষ্ঠান। অনুশকার বিয়ের পোশাকের ডিজাইন করছেন সব্যসাচী।

তবে এখন পর্যন্ত বিরাট-আনুশকার টুইটার থেকে এরকম কোনও আভাস পাওয়া যায়নি।

আনুশকা শর্মা ভারতীয় চলচ্চিত্রের অন্যতম ব্যস্ত অভিনেত্রী। বক্স অফিস হিট করা আনুশকার সঙ্গে কিছুদিন আগে প্রেমের সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে বিরাটের- এমন খবর ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার হঠাৎ খবর এলো দুই তারকার বিয়ে হচ্ছে, সুদূর ইতালিতে।

ভারতীয় মিডিয়ার দেওয়া এমন খবরে স্বাভাবিকভাবে নতুন করে আলোচনায় এলেন আনুশকা-বিরাট।

Comments

The Daily Star  | English

Yunus sits with BNP delegation over reform commissions

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir is leading the six-member delegation at the State Guest House Jamuna.

45m ago