দমকল বাহিনীর সদরদপ্তরের জরুরি ফোন বিকল

রাজধানীর কাজী আলাউদ্দিন রোডে অবস্থিত বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর সদরদপ্তরের জরুরি ফোন নম্বরগুলো আজ (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকল রয়েছে।
সদরদপ্তরের ডিউটি অফিসার মাহফুজ রিবেন মোবাইল ফোনে দ্য ডেইলি স্টারকে জানান, ভোর ৫টা থেকে সদরদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের পাঁচটি ল্যান্ডফোন নম্বর অকেজো রয়েছে।
তিনি বলেন, “আমরা এগুলো ঠিক করার চেষ্টা করছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
অত্র এলাকায় অন্যান্য ল্যান্ড ফোনগুলোও একই সময় থেকে অকেজো রয়েছে বলেও তিনি যোগ করেন।
জরুরি প্রয়োজনে সাময়িকভাবে দুটি মোবাইল ফোনের মাধ্যমে সদরদপ্তরের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও করেন সেই ডিউটি অফিসার।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের সাময়িক জরুরি ফোন নম্বর: ০১৭৩০৩৩৬৬৯৯, ০১৭১৩০৩৮১৮২
Comments