২৬ ডিসেম্বর থেকে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব
ধানমন্ডির আবাহনী মাঠেই বসতে চলেছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসবের ষষ্ঠ আয়োজন। আগামী ২৬ ডিসেম্বর শুরু হয়ে ৩০ তারিখ পর্যন্ত চলবে এই আয়োজন।
বেঙ্গল ফাউন্ডেশনের এক ফেসবুক পোস্টে জানানো হয়, এ বছরের আয়োজন ড. আনিসুজ্জামানকে উৎসর্গ করা হবে।
অনুরাগী শ্রোতা ও শিল্পী সংখ্যার বিচারে গত পাঁচ বছরে বিশ্বের বৃহত্তম শাস্ত্রীয় সংগীতের আয়োজনে পরিণত হয়েছে বেঙ্গল শাস্ত্রীয় সংগীত উৎসব। ২০১৪ সালে প্রথম আয়োজন থেকে প্রতি বছরই এর কলেবর বৃদ্ধি পেয়েছে। শ্রোতাদের চাহিদা বিবেচনায় বাড়তে বাড়তে এখন পাঁচ রাতে এসে ঠেকেছে এর আয়োজন। গত বছর প্রায় দুই লাখ মানুষ এই সংগীত উৎসবে যোগ দেন।
উৎসবের ভেন্যু আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় এ বছরের আয়োজন বাতিল করার ঘোষণা দিয়েছিল বেঙ্গল ফাউন্ডেশন। বাতিল ঘোষণার কিছুদিন বাদেই গত ১৪ নভেম্বর আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী মাসে নতুন কোনো ভেন্যুতে উৎসবের পরিকল্পনা করা হচ্ছে।
Comments