পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট তৈরির অভিযোগে ‘বাংলাদেশি’ যুবক গ্রেফতার

কলকাতার অদূরে খড়দা এলাকা থেকে সোমবার (১১ ডিসেম্বর) রাতে সন্দেহভাজন একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জুনায়েদ আহমেদ।
Bangladeshi youth held in Kolkata
ভারতের কলকাতার খড়দা এলাকা থেকে সোমবার (১১ ডিসেম্বর) রাতে জুনায়েদ আহমেদ নামে সন্দেহভাজন এক বাংলাদেশি যুবককে (মুখোশ পড়া) গ্রেফতার করেছে পুলিশ। ছবি: স্টার

কলকাতার অদূরে খড়দা এলাকা থেকে সোমবার (১১ ডিসেম্বর) রাতে সন্দেহভাজন একজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম জুনায়েদ আহমেদ।

পুলিশ দাবি করেছে, তার বাড়ি বাংলাদেশের সিলেট জেলায়। ধৃত যুবকের কাছ থেকে ভারতীয় জাল পাসপোর্ট, আধারকার্ড, ভোটারকার্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করেছে পুলিশ।

ধৃত যুবককে আজ (১২ ডিসেম্বর) ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার পর আদালত তার ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে ব্যারাকপুর পুলিশ কমিশনারের একজন পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ধৃত যুবক কমিশনারেট এলাকার পানিহাটির এ্যানজেল নগরীতে একটি বাড়িতে ভারতীয় হিসেবে ভাড়া নিয়ে থাকতো। তার কাছে প্রায়ই অপরিচিত যুবক-যুবতীকে আসতে দেখতো এলাকার মানুষ। এটি নিয়ে তাদের সন্দেহ হয়। এলাকার মানুষের খবরের ভিত্তিতেই সোমবার পুলিশ রাতে হানা দেয় ওই বাড়িতে। সেখানেই মেলে এই জালপাসপোর্টসহ ভারতীয় কাগজপত্র।

ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ধৃত যুবক বাংলাদেশি হলেও সে মূলত ভারতে থেকেই বাংলাদেশিদের জাল পাসপোর্ট ও নথি তৈরির কাজ করতো। এর সঙ্গে ভারতীয় কিছু ব্যক্তিও যুক্ত রয়েছে। তাদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

দুদিন আগে কলকাতা বিমানবন্দর থেকে আরো একজন বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। তার কাছ থেকেও ভারতীয় জাল পাসপোর্ট পাওয়া যায়।

বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বেশ কিছু দেশে বাংলাদেশি পাসপোর্টে ভ্রমণের ওপর কড়াকড়ি আরোপের কারণে গত কয়েক বছর ধরে বাংলাদেশি এক শ্রেণির যুবক জাল কাগজপত্র বানিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে বিদেশে চাকরির উদ্দেশ্যে পাড়ি জামাচ্ছে। পুলিশ এখন ওই সিন্ডিকেটকে টার্গেট করেছে।

Comments