আমি সর্বকালের সেরা খেলোয়াড় : গেইল

স্বদেশী উসাইন বোল্ট যেমন নিজেকে সর্বকালের সেরা দাবি করেছিলেন ঠিক তেমনে গেইলও তা করলেন। প্রশ্ন ছিল টি-টোয়েন্টিতে কি তিনিই সেরা। স্পষ্ট উত্তর- ‘আমি সর্বকালের সেরা খেলোয়াড়।’
ক্রিস গেইল ও মাশরাফি বিন মর্তুজা
ছবিঃ ফিরোজ আহমেদ

গেইল আপনি তো আজ ১৮ ছক্কা মেরেছেন? ছক্কা মারায় আপনার সমক্ষক কেউ আছে? প্রশ্নকর্তার কথা কেড়ে নিয়ে, ‘কতটি? ৮...১৮? এমনকি আমি খেয়ালও করিনি। না না...এই মহাবিশ্বে একজনই আমি। একমাত্র।’ তাহলে দ্বিতীয় সেরা বা কাছাকাছি কে?,  ‘লুইস হতে পারে। তার দিকে চোখ রাখুন।’

ক্রিস গেইল আমুদে। ব্যাট হাতে ক্ষ্যাপাটে। কথায় শান্ত। কিন্তু নিজেকে তোলে ধরায় সব ক্যারিবিয়ানের মতই। তার স্বদেশী উসাইন বোল্ট যেমন নিজেকে সর্বকালের সেরা দাবি করেছিলেন ঠিক তেমন গেইলও তা করলেন। প্রশ্ন ছিল টি-টোয়েন্টিতে কি তিনিই সেরা। স্পষ্ট উত্তর- ‘আমি সর্বকালের সেরা খেলোয়াড়।’

ক্রিস গেইল


টি-টোয়েন্টিতে ১১ হাজার রান হয়ে গেছে। বিপিএলে আর কেউ যেখানে দুটি সেঞ্চুরিও করতে পারেননি, গেইল একাই করেছেন ৫টি।  বিপিএলে আর কারো যেখানে ৫০টি ছক্কাও নেই, গেইলের একারই ১০৭টি, ‘১১ হাজার রান, এটা দারুণ অর্জন। সত্যিকার অর্থে এটা করেছি মানুষের জন্য, আসলেই আপনাদের জন্য। আমার বয়স এখন ৩৮। আমি মানুষকে যত সম্ভব বিনোদন দিতে চাই। যে দলেই খেলি না কেন আমি কাপ জিততে চাই।’

মঙ্গলবার রাত মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম হয়ে থাকল গেইলময়। রাতের আকাশে ফুলঝরির মতো ১৮টি ছক্কায় করেছেন ১৪৬ রান। তার এই বিস্ফোরক ইনিংসে ২০৬ রানের পাহাড় গড়ে রংপুর রাইডার্স। প্রতিপক্ষকে থামতে হয় ৫৭ রান আগে। বিপিএল ফাইনালের সব আলো তিনি। হয়েছেন ম্যান অব দ্য ফাইনাল, সেরা ব্যাটসম্যান, সবচেয়ে চিৎকার্ষক ক্রিকেটার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। আমুদে গেইলের রাতভর পার্টি করার জন্য আর কি চাই। 

অবশ্য গোড়ালিতে চোট পাওয়ায় খুব বেশি নাচানাচি করতে পারবেন না, 'গোড়ালিতে চোট পেয়েছি, তাই বেশি লাফালাফি করতে পারব না। তবে এমন টুর্নামেন্ট জিতে অবশ্যই উদযাপন করা উচিত। দলের সবার উৎসমমুখর সময় প্রাপ্য। দক্ষিণ আফ্রিকায় টি-২০ লিগ না হওয়ায় আপনারা ধন্যবাদ দিতে পারেন, কারণ আমার ওখানে যাওয়ার কথা ছিল।আগামী বছর আবার বিপিএলে আসতে চাই।'

Comments