‘আমার আজেবাজে জেদ নেই’
আট মাস আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। আলোচনা আছে তাকে আসলে অবসর নিতে বাধ্য করা হয়েছে। এই বিতর্ক বরাবরই এড়িয়ে চলেন। অলরাউন্ড নৈপুন্য, সামনে থেকে অধিনায়কত্ব দিয়ে জিতে নিয়েছেন বিপিএলের শিরোপা। এমন তেতে উঠা কি জেদ থেকে? মাশরাফি মর্তুজা জানালেন অমন ‘আজেবাজে’ জেদ তার নেই।
পুরো টুর্নামেন্টে বল হাতে ১৫ উইকেট নিয়েছেন। আছে ম্যাচ জেতানো ঝড়ো ইনিংস। গোটা কয়েক ক্যাচ নিয়েছেন। ফিল্ডিংয়ে ছিলেন ক্ষিপ্র। মাশরাফি চাইলে কি দেশের হয়ে টি-টোয়েন্টিটা চালিয়ে যেতে পারেন না? কিন্তু অত কিছু করেও ফিরে আসার চিন্তা নাকি করছেন না, ‘প্রথমত…কামব্যাকের কথা চিন্তা করছি না। দ্বিতীয়ত আমার আজেবাজে জেদ নেই। আমি যখন খেলছি । এটা অনেক মানুষ দেখেছ। আমি যতক্ষণ খেলি। আমি সব সময় চেষ্টা কির আমি যেটা খেলি, যেখানেই খেলি আমার শতভাগ দিতে। কি হবে কত দূরে এগুলো পরিকল্পনা করি না।
জাতীয় দলের হয়ে সংক্ষিপ্ত এই সংস্করণে আবার ফিরে না এলেও ঘরোয়া টি-টোয়েন্টি চালিয়ে যেতে চান, ‘টি-টোয়েন্টি খেলব না কেন। টু বি অনেস্ট আমি এখানে খেললে আর্থিকভাবেও লাভবান হচ্ছি। আমারও তো পরিবার আছে। বিপিএল খেলার সামর্থ্য আমার আছে। এখান থেকে ঢাকা লিগ বলেন। এখানে অবশ্যই খেলব। আর পাশাপাশি এখন একটাই ফরম্যাট খেলছি এখন।আমার জন্য অনুশীলন খুব গুরুত্বপূর্ণ।আর ম্যাচ অনুশীলন যদি না করতে পারি তাহলে একেবারে খেলাটা কঠিন। আমি যতটুকু সুযোগ পাই। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দুটি চারদিনের ম্যাচ খেলেছি। আমি চেষ্টা করেছি আমার সেরাটা দিয়ে খেলার।
Comments