ওয়ানডেতে রোহিতের তৃতীয় ডাবল সেঞ্চুরি
ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি আছে মাত্র পাঁচজনের। রোহিত শর্মা ছাড়া কেউই একাধিকবার করতে পারেননি তা। আগে ছিল দুটি, একদিনের ম্যাচে এবার ক্যারিয়ারের তৃতীয় দ্বিশতক পেয়ে গেলেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক।
বুধবার চণ্ডিগড়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে রোহিত গড়ে ফেললেন রেকর্ড। নিজেকেই তুললেন আরও উপরে। তার অপরাজিত ২০৮ রানের ইনিংসে ৫০ ওভারে ভারত করেছে ৩৯২ রান।
ধর্মশালায় প্রথম ওয়ানডে জিতে টগবগিয়ে থাকা লঙ্কানরা টস জিতে আগে ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। বিরাট কোহলির বিশ্রামে এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শিখর ধাওয়ানকে নিয়ে ওপেনিং জুটিতেই তুলে ফেলেন ১১৫ রান। ৬৮ রান করে ধাওয়ান আউট হলেও ওয়ানডাউনে নামা শ্রেয়াস আয়ারকে নিয়ে গড়েন আরেকটি বিস্ফোরক জুটি। সেঞ্চুরির ১২ রান আগে ফেরেন আয়ার। তবে রোহিতকে আর থামাতে পারেনি শ্রীলঙ্কা।
১৫৩ বলে ১৩টি চারের সঙ্গে মেরেছেন এক ডজন ছক্কা। ঠিক ২০৮ রান করে মাঠ ছাড়েন তিনি। ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটিও রোহিতের। তিন বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষেই কলকাতায় করেছিলেন ২৬৪ রান। এর আগে ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলেছিলেন ২০৯ রানের ইনিংস।
ওয়ানডেতে ৭টি ডাবল সেঞ্চুরির পাঁচটাই করেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। ২০১০ সালে সীমিত ওভার ক্রিকেতে প্রথম ডাবল সেঞ্চুরি শচিন টেন্ডুলকার। ২০১১ সালে ২১৯ রানের ইনিংসে তাকে ছাড়িয়ে যান বীরেন্দর শেওয়াগ। গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের মার্টলিন গাপটিল খেলেন অপরাজিত ২৩৭ রানের ইনিংস। জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রানের একটি ইনিংস আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। এদের সবাইকে ছাপিয়ে বেশ খানিকটা এগিয়ে রইলেন রোহিত।
Comments