টি-১০ লিগে তামিম ঝড়

আরব আমিরাতে গিয়ে টি-১০ লিগে নেমেই বাজিমাত করেছেন তামিম ইকবাল। টিম শ্রীলঙ্কার বিপক্ষে ঝড়ো এক ইনিংস খেলে জিতিয়েছেন পাখতুনসকে।
শুক্রবার রাতে আরব আমিরাতের শারজায় তামিমের ২৭ বলে ৫৬ রানের ঝড়ে ১০ ওভারে ১১১ রান করে পাখতুনস। ওই রান তাড়ায় টিম শ্রীলঙ্কার ইনিংস থেমেছে ৮৪ রানে। আগের দিন প্রথম ম্যাচে শহিদ আফ্রিদির হ্যাটট্রিকে জিতেছিল পাখতুনস। বিসিবিতে শুনানির জন্য সে ম্যাচে খেলতে পারেননি টাইগার ওপেনার।
দ্বিতীয় ম্যাচে নেমেই অবশ্য তামিম দেখাতে পেরেছেন মুন্সিয়ানা। ২৭ বলের ইনিংসে ৫ চারের সঙ্গে তামিম মেরেছেন চারটি ছক্কা। দলকে ২৭ রানের জয় পাইয়ে ম্যাচ সেরাও হয়েছেন বাংলাদেশের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক।
তামিমের দল জিতলেও হেরেছে সাকিব আল হাসানের কেরালা কিংস। প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় খেলাতেই ধাক্কা খেয়েছে তারা। পাঞ্জাবি লিজেন্ডসের কাছে হেরেছে ৮ উইকেটে। আগে ব্যাট করে তোলা কেরালার ১১৪ রান শোয়েব মালিকের ঝড়ে পাঞ্জাবি লিজেন্ডস টপকে যায় অনায়াসে। মালিক ২৫ বলে ৬০ রান করেন। এদিন ব্যাটে-বলে মলিন ছিলেন সাকিব। ব্যাট হাতে ৭ রান করার পর ১ ওভার বল করে দিয়েছেন ১৪ রান।
Comments