বাংলার লোকগানের প্রচার ও প্রসারের কাজে নিজেকে উৎসর্গ করেছেন বিশিষ্ট বাউলশিল্পী শফি মণ্ডল। বাউল সম্রাট লালন শাহের সুফি দর্শনের প্রেরণায় এখনো নিজেকে সমৃদ্ধ করে চলছেন এই শিল্পী। বাউল সম্রাটের স্মৃতি-ধন্য কুষ্টিয়া জেলায় শফি মণ্ডলের জন্ম ও বেড়ে উঠা। তারপর, গানের টানে গ্রামের বাইরে আসেন তিনি। এক সময় দেশের সীমানাও পাড়ি দেন এই বাউলশিল্পী। গানের সুরে সুরে তিনি শ্রোতাদের সামনে তুলে ধরেন আধ্যাত্মিক প্রেমের সৌন্দর্য।
স্টার লাইভ
রোববার ডিসেম্বর ১৭, ২০১৭ ০৫:০৯ অপরাহ্ন সর্বশেষ আপডেট: রোববার ডিসেম্বর ১৭, ২০১৭ ০৫:২০ অপরাহ্ন
বাংলার লোকগানের প্রচার ও প্রসারের কাজে নিজেকে উৎসর্গ করেছেন বিশিষ্ট বাউলশিল্পী শফি মণ্ডল। বাউল সম্রাট লালন শাহের সুফি দর্শনের প্রেরণায় এখনো নিজেকে সমৃদ্ধ করে চলছেন এই শিল্পী। বাউল সম্রাটের স্মৃতি-ধন্য কুষ্টিয়া জেলায় শফি মণ্ডলের জন্ম ও বেড়ে উঠা। তারপর, গানের টানে গ্রামের বাইরে আসেন তিনি। এক সময় দেশের সীমানাও পাড়ি দেন এই বাউলশিল্পী। গানের সুরে সুরে তিনি শ্রোতাদের সামনে তুলে ধরেন আধ্যাত্মিক প্রেমের সৌন্দর্য।
Comments