ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিন জন নিহত হয়েছেন। সোমবার সকালে ব্যস্ততম সময়ে লাইনচ্যুত ট্রেনটি একটি সড়কের ওপর গিয়ে পড়ে।
ওয়াশিংটনে ট্রেন লাইনচ্যুত হয়ে ৩ জন নিহত
ওয়াশিংটনে অ্যামট্র্যাকের লাইনচ্যুত ট্রেনটির বেশ কয়েকটি বগি নিচে রাস্তায় গিয়ে পড়ে। ছবি: এপি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিন জন নিহত হয়েছেন। সোমবার সকালে ব্যস্ততম সময়ে লাইনচ্যুত ট্রেনটি একটি সড়কের ওপর গিয়ে পড়ে।

দুর্ঘটনায় আহত প্রায় ১০০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের অনেকরই অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার সময় ট্রেনটি একটি সড়কের ওপর ব্রিজে ছিল। এর কয়েকটি বগি নিচের রাস্তায় সাতটি গাড়িকে আঘাত করে। একটি বগিকে ব্রিজ থেকে ঝুলে থাকতে দেখা গেছে। তবে রাস্তার কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়।

স্থানীয় সময় সকাল ৬টায় সিয়াটল থেকে ট্রেনটি পোর্টল্যান্ডের উদ্দেশে যাত্রা করে। সকাল ৭টা ৩৩ মিনিটে ট্যাকোমার দক্ষিণে ট্রেনটি লাইন থেকে ছিটকে পড়ে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটে আগে সেখানে শুধুমাত্র মালবাহী ট্রেন চালানো হত।

যুক্তরাষ্ট্রের অ্যামট্র্যাক নামে একটি প্রতিষ্ঠান ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল। গতকাল প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি ওই রুটে যাত্রীবাহী ট্রেন সার্ভিস চালু করে। প্রতিষ্ঠানটি জানায়, দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৭৭ জন যাত্রী ও সাত জন ক্রু ছিলেন।

দুর্ঘটনার পর পরই টুইট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হতাহতদের প্রসঙ্গে কিছু না জানিয়েই তিনি বলেন, “ওয়াশিংটনের দুর্ঘটনা দেখিয়ে দিচ্ছে, কেন আমাদের অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার দ্রুত অনুমোদন জরুরি।”

Comments