যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের সময় শিশুর মৃত্যু: এএসই প্রত্যাহার
রাজধানীর যাত্রাবাড়ীতে গতকাল চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় মায়ের কোল থেকে মাটিতে পড়ে শিশু মারা যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শককে প্রত্যাহার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান আজ দ্য ডেইলি স্টারকে জানান, পুলিশের একটি চেকপোস্টের কাছেই ঘটনাটি ঘটেছিল। ওই চেকপোস্টের দায়িত্বে ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বদরুল আলম। তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে ওয়ারী ডিভিশন উপ-কমিশনারের অফিসে যুক্ত করা হয়েছে। এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে তদন্ত করা হবে।
গতকাল সোমবার ঢাকার যাত্রাবাড়ীর দয়াগঞ্জে চলন্ত রিকশায় ছিনতাইয়ের সময় কোল থেকে পড়ে পাঁচ মাসের শিশু আরাফাতের মৃত্যু হয়। ছিনতাইকারীরা পার্স ধরে টান দিলে মায়ের কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়। গুরুতর আহত শিশুটিকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলেও বাঁচানো যায়নি।
নিহত শিশুর মা আকলিমা সাংবাদিকদের বলেন, সকাল ৬টার দিকে তিনি তার পাঁচ মাসের ছেলে আরাফাতকে নিয়ে বোনের বাসায় যাচ্ছিলেন। এসময় দুই থেকে তিনজন ছিনতাইকারী তার কাছ থেকে পার্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। আচমকা টান মারায় কোল থেকে শিশুটি মাটিতে পড়ে যায়।
মর্গ সূত্রে জানা যায়, মাথায় আঘাত লাগায় শিশুটির মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এ কারণেই শিশুটি মারা যায়। এ ব্যাপারে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা হয়েছে।
Comments