কেমন হবে মুম্বাইয়ে আনুশকা-বিরাটের ৩৪ কোটি রুপির ফ্লাট?

Anushka Sharma and Virat Kohli
আলোচিত দম্পতি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। ছবি: সংগৃহীত

মুম্বাইয়ে সাজবে আলোচিত দম্পতি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির নতুন ফ্লাট। শীঘ্রই এই ফ্লাট-বাড়িতে উঠবেন এই নতুন দম্পতি।

বিভিন্ন সূত্রের বরাত দিয়ে মধ্যপ্রাচ্য-ভিত্তিক গালফ নিউজ জানায়, ৩৪ কোটি ভারতীয় রুপিতে কেনা সাত হাজার স্কয়ার ফিটের বেশি এই স্বপ্নের বাড়িটি সাজানো হবে বিশ্বসেরা ডিজাইনারকে দিয়ে।

Virushka-flat
আনুশকা শর্মা ও বিরাট কোহলির মুম্বাইয়ের ফ্লাট-বাড়ির নমুনা নকশা। ছবি: সংগৃহীত

আরব সাগরের তীরে মুম্বাইয়ের ওরলি এলাকায় অবস্থিত ‘ওঙ্কার ১৯৭৩’-র আকাশচুম্বী অট্টালিকার ৩৫ তলায় কেনা হয়েছে বিরুশকা দম্পতির জন্যে এই ফ্লাট। ২০১৮ সালে তা হস্তান্তরের কথা রয়েছে। একই অট্টালিকার ২৯ তলায় রয়েছে ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের ফ্লাট।

খবরে আরো বলা হয়, আনুশকা-বিরাটের মুম্বাইয়ের বাড়ি কেমন হবে এর একটি নমুনা নকশাও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া-ভিত্তিক ইনটেরিয়র ডিজাইনিং প্রতিষ্ঠান হিরশ বিডনার অ্যাসোসিয়েটস।

উল্লেখ্য, গত ১১ সেপ্টেম্বর ইতালির তুসকানিতে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আগামী ২১ ডিসেম্বর দিল্লিতে আয়োজন করা হবে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা।

আরো পড়ুন:

কী উপহার পেলেন আনুশকা-বিরাটের বিয়েতে যোগ দেওয়া অতিথিরা?

Comments

The Daily Star  | English

Govt dissolves NBR as per IMF proposal

An ordinance published last night disbands NBR and creates two new divisions

2h ago