বাড়ি ফিরেছেন নর্থ-সাউথ ইউনিভার্সিটির ‘নিখোঁজ’ শিক্ষক
নর্থ-সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ‘নিখোঁজ’ শিক্ষক মোবাশ্বার হাসান গতকাল (২১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় তাঁর ঢাকার বনশ্রীর বাসায় ফিরে এসেছেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, মোবাশ্বার গতরাত পৌনে ১টার দিকে তাঁর বনশ্রীর বাসায় ফিরে এসেছেন।
মোবাশ্বারের বোন তামান্না তাসমিন জানান, তাঁর ভাই একটি সিএনজি-চালিত অটোরিকশায় চড়ে রাত ১টার দিকে বাসায় আসেন।
তিনি বলেন, “তিনি খুবই ক্লান্ত এবং ভীত-সন্ত্রস্ত। তাই আমরা তাঁকে আগে বিশ্রাম নিতে বলেছি। আমরা এখনো তাঁর কাছ থেকে নিখোঁজ হওয়ার বিষয়ে বিস্তারিত কিছু শুনিনি।”
উল্লেখ্য, গত ৭ নভেম্বর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান ‘নিখোঁজ’ হন।
Comments