ইনিংস জয়ের সামনে খুলনা
জাতীয় লিগের শিরোপা জেতার কাজটা আগের পাঁচ রাউন্ডেই সেরে রেখেছিল খুলনা। শেষ রাউন্ডে দেখাচ্ছে আরও দাপট। শেষ দিনে বিশাল জয় দিয়েই শিরোপা উৎসবের মঞ্চ প্রস্তুত তাদের।
প্রথম ইনিংসে ১১৩ রানে গুটিয়ে যাওয়া ঢাকাকে ৪৫৯ রান তুলে জবাব দিয়েছিল খুলনা। ৩৪৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন শেষে ঢাকার সংগ্রহ ৪ উইকেটে ১৬৯। ইনিংস পরাজয় এড়াতেই এখনো তাদের চাই ১৭৭ রান। শেষ ছয় উইকেট নিয়ে বড়জোর ড্র করতে পারে ঢাকা। তাতে খুলনার শিরোপা জেতায় কোন ছেদ পড়বে না।
শুক্রবার বিকেএসপিতে তৃতীয় দিনে এনামুল হক বিজয়ের ডাবল সেঞ্চুরি আর মেহেদী হাসানের ১৭৭ রানে ৪৫৯ রানে অলআউট হয় খুলনা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের সামনে অস্বস্তিতে পড়েন ঢাকার ব্যাটসম্যানরা।
জাহিদুজ্জামানকে আউট করে প্রথম ব্রেক থ্রু রুবেলের। ওয়ানডাউনে নামা শুভাগত হোমকে ছেঁটে ফেলেন অফ স্পিনার মেহেদী হাসান। আগের ইনিংসের মতো এবারও কিছুটা দৃঢ়তা দেখাচ্ছিলেন রকিবুল হাসান। ফিফটি করার পর আর এগুতে পারেননি তিনিও। ৫৮ রান করা রকিবুলকে ফিরিয়েছেন মোস্তাফিজ। বল করতে এসে অধিনায়ক আব্দুর রাজ্জাক আউট করেন আব্দুল মজিদকে। নাদীফ চৌধুরীকে নিয়ে দিনের বাকিটা সময় পার করেছেন তাইবুর পারভেজ।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা ১ম ইনিংস: ১১৩
খুলনা ১ম ইনিংস: ৪৫৯(এনামুল ২০২, মেহেদী ১৭৭; শরীফ ৩/৭০,শুভাগত ৩/৮১)
ঢাকা দ্বিতীয় ইনিংস: ১৬৯/৪ (রকিবুল ৫৮, তাইবুর ৩৫* ; মেহেদী ১/১৯, মোস্তাফিজ ১/১৯)
Comments