নাসিরের ৫ রানের আক্ষেপ

আগের দিন ২৭০ রানে অপরাজিত ছিলেন। মাত্র ৩০ রান হলেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণীতে ট্রিপল সেঞ্চুরি পেয়ে যেতেন নাসির হোসেন। রংপুরের নাসির এগুচ্ছিলেনও সে পথেই। তবে একদম কাছে গিয়ে গড়বড়। ফিরলেন ৫ রানের হতাশা নিয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল-রংপুর ম্যাচের ফল নিয়ে কারো মাথা ব্যথা নেই। দ্বিতীয় স্তরে অবদমন নিশ্চিত বরিশালের সারতে হচ্ছে কেবল আনুষ্ঠানিকতা। শিরোপার দৌঁড়ে না থাকা রংপুরের জন্যও তাই। ব্যক্তিগত নৈপুণ্যে কে কতটা করেন দেখার ছিল সেটাই। তাতে নাসির দেখিয়েছেন মুন্সিয়ানা। তার ২৯৫ রানের ম্যারাথন ইনিংস থেমে লিঙ্কন সাহা সঞ্জয়ের বলে। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে ফজলে রাব্বিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
লম্বা ইনিংসে নাসির দেখিয়েছেন উইকেটে সময় কাটানোর দৃঢ়তা। ৬০৩ মিনিট ক্রিজে ছিলেন তিনি, খেলেছেন ৫১০ বল। তাতে ৩২ চার আর তিন ছক্কায় করে ফেলেন ২৯৫ রান।
নাসিরের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে ৭ উইকেটে ৬১৪ রান করে ইনিংস ঘোষণা করেছে রংপুর। শেষ দিনে ২৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বরিশাল।
Comments