হাথুরুর শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের 'প্রেস্টিজ ইস্যু'

কদিন আগেই চণ্ডিকা হাথুরুসিংহে ছিলেন বাংলাদেশের প্রধান কোচ। এখন তিনি দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার। প্রথম পূর্ণাঙ্গ অ্যাসাইনমেন্টেই আসবেন বাংলাদেশে। আকরাম খানের মতে, সিরিজটি বাংলাদেশের জন্য মর্যাদার লড়াই।
হাথুরুর কোচ থাকা ও চলে যাওয়া সময়ে বিতর্কে কম উত্তাপ ছড়ায়নি। পুরনো শিষ্যদের নাড়িনক্ষত্র জানা হাথুরু চাইবেন টাইগারদের কুপোকাত করতে। দক্ষিণ আফ্রিকায় খারাপ সিরিজ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে প্রমাণ করতে চাইবে বাংলাদেশও। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম দেখছেন কঠিন চ্যালেঞ্জ, 'সিরিজটা আমাদের কাছে প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। যেহেতু গত সিরিজটা ভাল রতে পারিনি তাই খুবই চ্যালেঞ্জিং।'
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচকদের সঙ্গে বসে প্রাথমিক দল নিয়ে বসেছিলেন আকরাম। এঁটেছেন লঙ্কা সিরিজের পরিকল্পনা। শ্রীলঙ্কার কোন ক্রিকেটার নয়, বাংলাদেশের প্রধান ভাবনার জায়গা ওদের কোচ।
বাংলাদেশের কোন ব্যাটসম্যানের কি দুর্বলতা। কোন বোলার ভড়কে যান কিসে। সব জানা আছে হাথুরুসিংহের। আর এতেই নাকি দুশ্চিন্তা বাংলাদেশের, 'চ্যালেঞ্জের চেয়ে চিন্তাটাই একটু বেশি। যেহেতু একটা দলের সাথে এতদিন হাথুরুসিংহে ছিলেন। আমাদের ভালো দিকটা তিনি যেমন জানতেন, দুর্বলতাগুলোও জানেন। এই জিনিসটা আমাদের জন্য চিন্তার ব্যাপার। এই সিরিজটার পরে আমরা শ্রীলঙ্কায়ও খেলবো। সেটাও আমাদের জন্য চ্যালেঞ্জের ব্যাপার। তাই আমাদের কাছে এটা সিরিয়াস ব্যাপার।'
Comments