ষোড়শ সংশোধনী নিয়ে রিভিউ আবেদন দাখিল

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। আজ এটর্নি জেনারেলের দপ্তর থেকে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় ৯০৮ পৃষ্ঠার রিভিউ আবেদনটি দাখিল করা হয়। রিভিউ আবেদনে ৯৪টি যুক্তি দেখানো হয়েছে।
বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দিতে ষোড়শ সংশোধনী পাশ করা হয়। এর বিরুদ্ধে ৯ জন আইনজীবীর রিট আবেদনের প্রেক্ষিতে গত বছর ৫ মে হাইকোর্ট ষোড়শ সংশোধনীকে অবৈধ ঘোষণা করেন। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে সেখানেও হাইকোর্টের রায় বহাল রাখা হয়।
রায়ের ওপর রিভিউ আবেদনের জন্য এটর্নি জেনারেলের দপ্তর থেকে আপিল বিভাগের রায়ের সার্টিফাইড কপি সংগ্রহ করা হয়। সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী রায়ের সার্টিফাইড কপি নেওয়ার ৩০ দিনের মধ্যে রিভিউ আবেদন দাখিল করতে হয়।
এটর্নি জেনারেল এর আগে দ্য ডেইলি স্টারকে বলছিলেন, রিভিউয়ে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার আবেদন করবে রাষ্ট্রপক্ষ।
গত ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রায়ের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ওপর ন্যস্ত করা হয়।
ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ওপর রিভিউ আবেদনের জন্য গত অক্টোবরে এটর্নি জেনারেলের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছিল।
Comments