এই সুযোগ দুই হাতে লুফে নিব: মাহমুদ

Khaled Mahmud Sujon

চণ্ডিকা হাথুরুসিংহের জায়গায় এখনো হেড কোচ নিয়োগ দিতে পারেনি বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ পর্যন্ত খালিই থাকছে প্রধান কোচের পদ। তবে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেতে যাওয়া খালেদ মাহমুদ মনে করছেন তার কাজটি আসলে হেড কোচেরই। নতুন সুযোগ তাই লুফে নিতে চান দুই হাতে। 

আপাতত হেড কোচ না পাওয়ায় পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, সহকারি কোচ রিচার্ড হ্যালসাল, স্পিন কোচ সুনীল যোশীদের  সঙ্গে খালেদ মাহমুদ থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজে তারা মিলেই সামলাবেন বাংলাদেশ দল। তবে বিসিবির গেম ডেভোলাপমেন্ট কমিটির চেয়ারম্যানের তার দায়িত্বটা আসলে হেড কোচেরই, ‘একরমভাবে যদি বলা হেড কোচ নাই এই সিরিজে। কিন্তু দায়িত্বটা ওইরকমই হবে। হয়তবা কোচের পরিবর্তে নামটা পরিবর্তন হবে। টেকনিক্যাল ডিরেক্টর হবে। কাজটা ওইরকমই থাকবে।’

এর আগে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। বিসিবি পরিচালক পদের পাশাপাশি গেম ডেভোলাপমেন্ট কমিটিরও চেয়ারম্যান তিনি। নতুন করে পাচ্ছেন দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদ। এই দায়িত্বকে সাবেক অধিনায়ক দেখছেন নতুন সুযোগ হিসেবে,  ‘আমি এই সুযোগ দুই হাতে লুফে নিব। আমার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেট নলেজ আছে, কোচিং নলেজ আছে সেটা অবশ্যই এই সিরিজে কাজে লাগাব।’

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ। সেই দলের কোচের নাম চণ্ডিকা হাথুরুসিংহে। কদিন আগেই যিনি ছিলেন টাইগারদের ডেরায়। সাকিব-তামিমদের আদ্যোপান্ত তার জানা থাকায় নতুন পরিকল্পনা করবে বাংলাদেশ, ‘চণ্ডিকা যেহেতু সাড়ে তিন বছর আমাদের মধ্যে ছিল। আমাদের ভাল মন্দ অবশ্যই সে জানে। আমাদেরও সেভাবে প্লান করতে হবে নিশ্চয়ই। পরিবর্তন কিছু করতে হবে। দিনশেষে এটা ব্যাট বলের খেলা। কাজেই এক্সিকিউশন খুব দরকার।’

১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর লঙ্কানদের বিপক্ষে দুই টেস্ট আর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সাকিব আল হাসানের দল। 

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

3h ago