পেপার কাটিং

২০১৭ সালে বলিউডের সবচেয়ে দামি তারকারা

হলিউডের মতো বলিউডেও রয়েছে নারী তারকাদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগ। এমন অভিযোগের মধ্যে ২০১৭ সালে মোট আয়ের দিক থেকে বলিউডে দামি তারকাদের তালিকার শীর্ষে রয়েছেন কিং খান-খ্যাত শাহরুখ।
Shah Rukh Khan
ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে ২০১৭ সালে ৩৮ মিলিয়ন ডলার আয় নিয়ে শাহরুখ খান বলিউডে সবচেয়ে দামি তারকা। ছবি: সংগৃহীত

হলিউডের মতো বলিউডেও রয়েছে নারী তারকাদের কম পারিশ্রমিক দেওয়ার অভিযোগ। এমন অভিযোগের মধ্যে ২০১৭ সালে মোট আয়ের দিক থেকে বলিউডে দামি তারকাদের তালিকার শীর্ষে রয়েছেন কিং খান-খ্যাত শাহরুখ।

ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে চলতি বছরে ৩৮ মিলিয়ন ডলার আয় করেছেন শাহরুখ খান। তারকা হিসেবে ভারতের প্রেক্ষাপটে শাহরুখের অবস্থান শীর্ষে থাকলেও সারা বিশ্বের হিসাবে তাঁর অবস্থান অষ্টম।

১৯৬৫ সালে ভারতের নতুন দিল্লিতে জন্ম নেওয়া শাহরুখ খান ১৯৮০-র দশকে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে তাঁর ক্যারিয়ার শুরু করেন। ১৯৯২ সালে চলচ্চিত্রে তাঁর অভিষেক হয় পরিচালক রাজ কানওয়ার এর রোমান্টিক চলচ্চিত্র ‘দিওয়ানা’-র মাধ্যমে। এতে অভিনয়ের জন্যে পরিচালক প্রস্তাব দিয়েছিলেন আরমান কোহলিকে। আরমান রাজি না হওয়ায় নতুন মুখ হিসেবে সুযোগ পান শাহরুখ। এরপর, তাঁকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ধীরে ধীরে তিনি হয়ে উঠেন বলিউড বাদশাহ।

ফোর্বস ম্যাগাজিনের হিসাবে বলিউডের অপর দামি তারকারা হলেন সালমান খান ও অক্ষয় কুমার। ৩৭ মিলিয়ন ডলার আয় নিয়ে সালমান বলিউডে দ্বিতীয় এবং দামি তারকাদের বিশ্ব মঞ্চে নবম অবস্থানে রয়েছেন। এদিকে, সাড়ে ৩৫ মিলিয়ন ডলার আয় নিয়ে অক্ষয় বলিউডে তৃতীয় এবং বিশ্ব মঞ্চে রয়েছেন দশম অবস্থানে।

Comments

The Daily Star  | English
Our rising foreign debt and financial worries

Our rising foreign debt and financial worries

The growth of debt exceeding the growth of GDP is a clear sign of vulnerability, the consequences of which are already present.

12h ago