আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে ঘিরে ডিএমপি’র নির্দেশনা

ditf
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত দর্শনার্থী। ছবি: স্টার ফাইল ফটো

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-র আয়োজনে শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে আগামী ১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীর সুষ্ঠু গমনাগমন, যানবাহন পার্কিং/বাহিরসহ আশপাশের এলাকায় চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর ট্রাফিক বিভাগ কিছু নির্দেশনা জারি করেছে।

ডিএমপি-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (২৯ ডিসেম্বর) এ নির্দেশনার কথা বলা হয়। ট্রাফিক নির্দেশনায় মেলার আগত যানবাহন পার্কিং স্থান নির্ধারণ করা হয়েছে।

এতে বলা হয়, মেলার ভিআইপি গেট থেকে প্রধান গেট পর্যন্ত খালি জায়গা, ২নং গেট সংলগ্ন খালি জায়গা, র‌্যাব-২ অফিসের বিপরীতে কলোনি মাঠ এবং র‌্যাব-২ অফিসের উত্তর পাশে সরকারি কলোনি মাঠে যানবাহন রাখতে হবে।

মোটর সাইকেল পার্কিং করতে হবে বিআইসিসি’র পশ্চিম পাশের ফাঁকা জায়গা, মেলা ট্রাফিক কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টারের সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায়।

মেলায় প্রবেশপথ সম্পর্কে বলা হয়েছে, যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে নিউমার্কেট-ধানমন্ডির দিক থেকে মিরপুর রোড ব্যবহার করে মেলায় আসবেন, তারা রেসিডেন্সিয়াল কলেজের বিপরীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার রাস্তা/শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক ব্যবহার করে গণভবন হাইস্কুল ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করবেন এবং ২ নং পার্কিং ব্যবহার করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে গাবতলী, মোহাম্মদপুর ও এর আশপাশ এলাকা থেকে মেলায় আসবেন, তারা শিশুমেলা ক্রসিং হয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট দিয়ে প্রবেশ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও র‌্যাব-২ অফিসের বিপরীতে সরকারি কলোনি মাঠে (৩নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করতে পারবেন।

যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে পল্লবী-কাজীপাড়া-শেওড়াপাড়া ও আশপাশ এলাকা হতে মেলায় আসবেন, তারা আগারগাঁও লাইট ক্রসিং ডানে মোড় নিয়ে শ্যামলী-আগারগাঁও লিংক রোড ব্যবহার করে শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেট হয়ে র‌্যাব-২ অফিসের বিপরীত কলোনি মাঠে (৩নং পার্কিং) এবং পাশের মাঠে ট্রাফিক পুলিশ কর্তৃক নির্ধারিত স্থানে (৪নং পার্কিং) গাড়ি পার্ক করে মেলায় প্রবেশ করবেন।

যে সকল দর্শনার্থী যানবাহন নিয়ে উড়োজাহাজ ক্রসিং হয়ে মেলার আসবেন, তারা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) ও নির্বাচন কমিশন সচিবালয়ের মধ্যবর্তী রাস্তা দিয়ে মেলায় প্রবেশ করবেন এবং ১নং পার্কিং ব্যবহার করবেন।

মোটর সাইকেল নিয়ে যারা মেলায় আসবেন, তারা বিআইসিসি-র পশ্চিম পাশে ফাঁকা জায়গা, ট্রাফিক কন্ট্রোল এন্ড কমান্ড সেন্টারের সামনে এবং পিডব্লিউডি অফিসের ভিতরে ফাঁকা জায়গায় পার্ক করে মেলায় প্রবেশ করবেন। হেলমেট নিজ হেফাজতে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

মেলা প্রাঙ্গণে নির্দিষ্ট ‘ফি’ দিয়ে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা থাকবে এবং যানবাহন নিয়ে আগত সবাইকে ট্রাফিক পুলিশের নির্দেশিত জায়গায় গাড়ি পার্কিং করতে বলা হয়েছে। পার্কিং এলাকায় গাড়িতে মালামাল নিজ দায়িত্বে রাখার কথা উল্লেখ করা হয়েছে।

মেলা থেকে বের হওয়া সম্পর্কে বলা হয়েছে যে, মেলার ১নং পার্কিং থেকে বের হওয়ার ক্ষেত্রে পিডব্লিউডি ক্রসিং হয়ে শেরেবাংলা নগর শিক্ষা প্রকৌশল ভবনের ডানে মোড় নিয়ে বেগম রোকেয়া সরণী হয়ে বের হতে হবে।

মেলার ২নং পার্কিং থেকে বের হওয়ার সময় গণভবন স্কুল ক্রসিং থেকে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংযোগ সড়ক হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ পাশ দিয়ে মিরপুর রোড দিয়ে বের হওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দর্শনার্থীরা মেলার ৩নং ও ৪নং পার্কিং থেকে বের হওয়ার সময় শ্যামলী-আগারগাঁও লিংক রোড হয়ে মিরপুর রোড ও বেগম রোকেয়া সরণী ব্যবহার করে মেলা থেকে বের হতে পারবেন।

মেলা চলাকালে সরকারি ছুটির দিনে খামারবাড়ি থেকে আগারগাঁও লাইট ক্রসিং পর্যন্ত রিক্সা, ভ্যান গাড়ি, ঠেলাগাড়িসহ অযান্ত্রিক যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

যানবাহন নিয়ন্ত্রণের সুবিধার্থে শুক্রবার ও শনিবারসহ সরকারি ছুটির দিনে আগারগাঁও লিংক রোড (নতুন সড়ক) ব্যবহার করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ক্রসিং হয়ে মেলা প্রাঙ্গণে প্রবেশ করা যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সেসব সড়ক ব্যবহারকারীগণকে আগারগাঁও লাইট ক্রসিং হয়ে মেলায় প্রবেশ করার জন্য অনুরোধ করা হয়েছে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলাকালে মেলার আশপাশের এলাকায় বসবাসকারী এবং সরকারি-বেসরকারি দপ্তরসমূহে আগত গাড়ি ও শুধুমাত্র মেলায় প্রবেশকারী গাড়ি ছাড়া অন্যান্য সবাইকে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিকল্প সড়ক হিসেবে বিআইসিসি ক্রসিং থেকে গণভবন স্কুল হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রসিং, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ নতুন সড়ক (পশ্চিম মাথা) ও সোহরাওয়ার্দী হাসপাতাল কলেজ গেইট থেকে গণভবন স্কুল হয়ে পিডব্লিউডি ক্রসিং, বিআইসিসি এবং শেরেবাংলা আদর্শ মহিলা কলেজ গেইট থেকে শিক্ষা প্রকৌশল ক্রসিং হয়ে প্যারেড স্কয়ার রোকেয়া সরণী ক্রসিং (শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ) পর্যন্ত সড়ককে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English
Mirza Fakhrul on polls

Efforts on to make polls questionable and delayed: Fakhrul

Says Chief Adviser Yunus has assured BNP that the election will be held in February 2026

3h ago