হাথুরু বকাঝকা করতেন, সুজন স্যার আদর করে বোঝান: তাসকিন

ছবি: একুশ তাপাদার

পেসার তাসকিন আহমেদের মতে একেক কোচের কাজের ধরণ একেকরকম। গুরু-শিষ্যদের মধ্যে বোঝাপড়ার মাপকাঠিও ব্যাক্তিভেদে আলাদা। সাবেক কোচ চণ্ডিকা হাথুরুসিংহে বকাঝকা করতেন। প্রধান কোচের অবর্তমানে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন আবার বকাঝকার পাশে আদর করেও বুঝিয়ে দেন।

শনিবার মিরপুরের একাডেমি মাঠে ছিল পেস বোলারদের ড্রিল আর ব্যাটিং অনুশীলন। টেল এন্ডারদের ব্যাটিং শক্তি বাড়ানোর পাশাপাশি কাজ করা হয়েছে যার যার শক্তির জায়গা নিয়ে। ঝালিয়ে নেওয়া হয়েছে একুরেসি।

পদের নাম টেকনিক্যাল ডিরেক্টর হলেও খালেদ মাহমুদের কাজের ধরণ আসলে হেড কোচেরই। হাথুরুর সঙ্গে খালেদ মাহমুদের কাজের ধরনের পার্থক্য নিয়ে তাসকিনের মত, ‘একেকজনের বলার ধরন একেকরকম। উনি (হাথুরু) হয়ত রাগ করলে বকাঝকা করত, সুজন স্যার একটু আলাদা..উনিও বকে কিন্তু আদর করে আবার বুঝিয়ে শুনিয়ে দেয়।’

বয়সভিত্তিক পর্যায় থেকেই খালেদ মাহমুদ সুজনের কোচিংয়ের সঙ্গে পরিচিত তাসকিন। তাসকিনের শক্তির জায়গাও জানা তার। আসছে সিরিজ সামনে রেখে নাকি জোর দিচ্ছেন সেখানেই,  ‘সুজন স্যারের সঙ্গে আমরা বোলাররা যারা আছি তারা ছোটবেলা থেকেই কাজ করছি। কারণ তিনি জানে কার কি শক্তি। আমার যেটা ন্যাচারাল ইনকাটটা ছিল, আমি হয়ত সাউথ আফ্রিকাতে আউট স্যুয়িং নিয়ে বেশি কাজ করতে গিয়ে হয়ত মূল শক্তির জায়গায় ফোকাস করা হয়নি। এখন আবার সেটা করছি। সুজন স্যার ওখানেই ফোকাস করাচ্ছেন। আশা করি ঠিক হয়ে যাবে।’

ব্যাটিং অনুশীলনের পাশাপাশি দীর্ঘসময় নিয়ে তাসকিনদের স্পট বোলিং ঝালাই হয়েছে। ভিডিও করা হয়েছে অ্যাকশন, ‘আসলে স্কিল নিয়ে ড্রিল করছিলাম। সিম পজিশন ঠিক করা, যার যা শক্তি, আউটস্যুয়িং, ইনস্যুয়িং, ইনকাট। যা যা শক্তির জায়গা ওটা কিভাবে ইম্প্রুভ করা যায়। এবং একুরেসিটা কীভাবে বাড়ানো যায়। ’

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

24m ago