আমাদেরই ফেভারিট হওয়া উচিত: তামিম

জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটা আকর্ষণীয় হলেও দিন শেষে নিজেদেরই ফেভারিট ভাবছেন তামিম ইকবাল।
Tamim Iqbal
বছরের শেষ দিনে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি শুরু করলেন তামিম। ছবি: একুশ তাপাদার

একাধিকবার ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে বাংলাদেশে। জেতার কাছাকাছি গিয়েও হারিয়েছে পথ। কাপ জিততে না পারার সেসব আক্ষেপ এবার ঘোচানোর সুযোগ ঘরের মাঠে। জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার সঙ্গে লড়াইটা আকর্ষণীয় হলেও দিন শেষে নিজেদেরই ফেভারিট ভাবছেন তামিম ইকবাল। 

ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজের জন্য জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে চারদিন আগে। চুলের চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়ায় ‘ফ্যাসাদে’ পড়া তামিম শুরুতে যোগ দিতে পারেননি। বছরের শেষ দিনে অনুশীলনে এসে খানিকক্ষণ করেছেন ব্যাটিং। 

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষই ছন্দে নেই। টাইগার ওপেনার তবু দিলেন একটি আকর্ষণীয় সিরিজের পূর্বাভাস, ‘আমার কাছে মনে হয়, খুবই আকর্ষণীয় একটা সিরিজ হবে। অন্য যে দুইটা দল আছে, দুদলই ভালো। শ্রীলঙ্কা ভালো দল। এ ছাড়া জিম্বাবুয়েও তাদের দিনে ভয়ঙ্কর হতে পারে।’

প্রতিপক্ষকে ফুলমার্কস দিলেও তামিম নিজেদেরই রাখছেন উপরে। ত্রিদেশীয় টুর্নামেন্টে জেতার সবচেয়ে বড় দাবিদার হওয়া উচিত স্বাগতিকদেরই, ‘বিশেষ করে দেশের মাটিতে।  আমাদের আসলে ফেভারিট হওয়া উচিত।’

প্রতিপক্ষ দুদলের কোচই ছিলেন বাংলাদেশের ডেরায়। চণ্ডিকা হাথুরুসিংহে আর হিথ স্ট্রিক দুজনের টাইগারদের নাড়ি নক্ষত্র জানেন। তবে তা নিয়ে বেশি মাথা ঘামাতে রাজি নন তামিম, ‘এটা নিয়ে যদি ভাবি, তাহলে এটা হয়তো একটা বড় ব্যাপার। তারা তিন-চার বছর বাংলাদেশে ছিলো। তবে আমরা যদি না ভাবি, আমার মনে হয় না এটা কোনো বড় ব্যাপার। কারণ দিন শেষে আপনি পরিকল্পনা দিতে পারেন, কিন্তু মাঠে তা প্রয়োগ না করতে পারলে তাতে কোনো লাভ নেই। তা কাজে আসবে না।’

Comments

The Daily Star  | English

‘Independents’ will stay in race

Says Hasina in face of 14-party allies’ demand for ‘cakewalk’ in shared seats

11h ago