ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশেও সাকিব-মুশফিক

সাকিব আল হাসান-মুশফিকুর রহিম
ছবি: এএফপি

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের পর ক্রিকেট অস্ট্রেলিয়াও সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমকে তাদের বর্ষসেরা টেস্ট একাদশে রেখেছে। সাকিব জায়গা পেয়ছেন বর্ষসেরা টি-টোয়েন্টি দলেও।

বছরজুড়ে বাংলাদেশ দলের পারফরম্যান্সে ছিল আলো-আঁধারির গল্প। তবে সাদা পোশাকে যেটুকু তার অগ্রভাগেই ছিলেন সাকিব আর মুশফিক। দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলতে না গেলেও ৭ টেস্টে ৬৬৫ রান করেন সাকিব। বছরের শুরুতে আছে ২১৭ রানের ম্যারাথন ইনিংস।ম্যাচে ১০ উইকেট নিয়ে গত আগস্টে ধসিয়ে দেন অস্ট্রেলিয়াকে। মোট নিয়েছেন ২৯ উইকেট।

উইকেটের পেছনে ও অধিনায়কত্বে সময়টা ভালো কাটেনি মুশফিকের। বছরের শেষ দিকে তো হারিয়েছেন নেতৃত্বও। তবে ব্যাট হাতে টাইগার মিডল অর্ডারে আস্থার প্রতীক ছিলেন তিনি। ৫৪.৭১ গড়ে ৭৭৬ রান করেছেন। ২ সেঞ্চুরির সঙ্গে ৩টি ফিফটি। নিউজিল্যান্ডের মাঠে ১৫৯, হায়দরাবাদের ভারতের বিপক্ষে কঠিন পরিস্থিতিতে ১২৭ রানের দৃঢ়তাপূর্ণ ইনিংস।

ক্রিকেট অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি একাদশ গড়তে বিবেচনায় নিয়েছেন ফ্রেঞ্চাইজি লিগেরও মুন্সিয়ানাও। সিপিএল, পিএসএল আর বিপিএল আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি মিলিয়ে  সাকিব ব ২৯ ম্যাচে ৪৪৭ রানের পাশাপাশি পেয়ছেন ৩৭ উইকেট। তাতেই মারকাটারি ফরম্যাটের সেরা একাদশে তার জায়গা বরাদ্দ হয়ে গেছে। এর আগে হার্শা ভোগলে বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছিলেন সাকিব। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের কেউ নেই।

টেস্ট একাদশ

ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), চেতেশ্বর পূজারা (ভারত), স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত, অধিনায়ক), সাকিব আল হাসান (বাংলাদেশ), মুশফিকুর রহিম (বাংলাদেশ, উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (ভারত), কাগিসো রাবাদা ((দক্ষিণ আফ্রিকা), নাথান লায়ন (অস্ট্রেলিয়া), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)।

ওয়ানডে একাদশ

রোহিত শর্মা (ভারত), কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা, উইকেটরক্ষক), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), বেন স্টোকস (ইংল্যান্ড), হার্দিক পান্ডিয়া (ভারত), লিয়াম প্লাঙ্কেট (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), হাসান আলী (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।

টি-টোয়েন্টি একাদশ

ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), লুক রনকি (নিউজিল্যান্ড, উইকেটরক্ষক), সাকিব আল হাসান (বাংলাদেশ), সুনীল নারাইন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), ওয়াহাব রিয়াজ (পাকিস্তান), রশিদ খান (আফগানিস্তান)।

 

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

32m ago