এবার কোচ সাকিব ও মাশরাফি: নাজমুল
ত্রিদেশীয় আর শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের প্রধান কোচের পদ খালি। এই সিরিজে তাই দুই অধিনায়কেই ডেকে বাড়তি দায়িত্ব দিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ আর অন্যান্য কোচদের পাশাপাশি মাশরাফি আর সাকিবও নাকি থাকছেন কোচের ভূমিকায়।
নতুন বছরের প্রথম দিন বোর্ড সভাপতি তার বেক্সিমকো অফিসে ডেকেছিলেন তিন ফরম্যাটের দুই অধিনায়ক মাশরাফি মর্তুজা ও সাকিব আল হাসানকে। শুভেচ্ছা বিনিময়ের পর তাদের সঙ্গে আলাপ হয়েছেন পরবর্তী সিরিজ নিয়ে, ‘এই সিরিজে তো বাইরে থেকে কোনো কোচ এখন আসছে না। এটা আমরা মোটামুটি ঠিক করেই রেখেছিলাম। এখন আমাদের যারা আছে তাদের দিয়েই চলবে। শুধু এই সিরিজটাই।’
এর আগে দলের সঙ্গে ম্যানেজার হিসেবে কাজ করতেন বোর্ড পরিচালক খালেদ মাহমুদ। প্রধান কোচ না থাকায় এবার তার পদ টেকনিক্যাল ডিরেক্টর। তবে মূলত তিনি থাকবেন সমন্বয়কের ভূমিকায়। দুই অধিনায়ক আর সিনিয়র ক্রিকেটাররাই মিলে সাজাবেন পরিকল্পনা, ‘আমাকে যদি জিজ্ঞাসা করেন, এবার কোচ হচ্ছে সাকিব ও মাশরাফি। ওদের উপরই ছেড়ে দেয়া হচ্ছে। সিনিয়র খেলোয়াড় যারা আছে তাদের উপরই ছেড়ে দেয়া হচ্ছে। ওরা বেশ আত্মবিশ্বাসী। এর আগেও আমরা বসেছিলাম। তামিম, সাকিব, মাশরাফি, মুশফিকও ছিল। এই সিরিজটা নিজেরাই সামলাতে পারবে। কাজেই ধরে নেন এবার খেলোয়াড়রাই হচ্ছে কোচ।’
সহকারি কোচ রিচার্ড হ্যালসাল, পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, স্পিন বোলিং কোচ সুনীল যোশী থাকছেন আগের মতই। তাদের ও ক্রিকেটারদের পুরো বিষয় দেখভালের জন্যই থাকবেন খালেদ মাহমুদ, 'বর্তমান সাপোর্ট স্টাফ যারা আছে তাই থাকছে। এবং পাশাপাশি বোর্ড থেকে থাকছে খালেদ মাহমুদ সুজন। ও সবসময় ম্যানেজার হিসেবে কাজ করতো, সংযোগ স্থাপনকারী হিসেবে কাজ করতো সেটা সে থাকছে। যেহেতু সে থাকতে তাকে একটা পদ (টেকনিক্যাল ডিরেক্টর) তাকে রাখা হচ্ছে।'
১৫ জানুয়ারি থেকে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিবের দল।
Comments