বাড়বে শীতের অনুভূতি
পৌষের মাঝামাঝি পেরিয়ে গেলেও রাজধানী ঢাকাসহ দেশের অনেক এলাকাতেই এখনো শীত জেঁকে বসতে পারেনি। তবে আবহাওয়া অফিস বলছে, আজ রাত থেকেই শীতের অনুভূতি বাড়বে। জানুয়ারি অগ্রসর হওয়ার সাথে সাথে দেশের কিছু এলাকায় ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে পারদ।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে তিন থেকে চারটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এর মধ্যে দু থেকে তিনটি মৃদু হলেও একটি মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে। মাসিক পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. আব্দুল মান্নান দ্য ডেইলি স্টারকে বলেন, আগামীকাল থেকেই তাপমাত্রা কমে শীতের অনুভূতি বাড়বে বলে আমরা ধারণা করছি।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে যা গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
আব্দুল মান্নানের ভাষ্য, জানুয়ারিতে তাপমাত্রা কমতে কমতে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। দেশের কোথাও কোথাও এটা ৮ ডিগ্রিতেও নামতে পারে।
“দেশের শীতলতম মাস জানুয়ারি। এবছরও এর ব্যতিক্রম হবে না। পুরো মাসজুড়েই শীত থাকাতে পারে।”
এই মাসে সবচেয়ে বেশি শীত অনুভূত হবে দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। শীতের পাশাপাশি উত্তর, উত্তর-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে নদী অববাহিকাগুলোতে থাকবে ঘন কুয়াশা।
Comments