মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব: মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
ফাইল ছবি

নতুন বছরের প্রথম দিনই শাস্তির খবর পেয়েছেন সাব্বির রহমান ও তামিম ইকবাল। কিশোর পেটানোয় সাব্বিরের শাস্তি অনুমিতই ছিল। আউটফিল্ডের সমালোচনায় তামিমের জরিমানা নিয়ে আছে বিতর্ক। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা এসব ঘটনার পুনরাবৃত্তি চান না।

ছুটি শেষে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি ক্যাম্পে মঙ্গলবার যোগ দেন মাশরাফি। করেছেন হালকা বোলিং। তবে টিমমেটদের সঙ্গে ফুর্তি আমুদেই কাটিয়েছেন সময়টা।

জাতীয় লিগের ম্যাচে কিশোর দর্শককে পেটানোয় বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন সাব্বির। ছয় মাস নিষিদ্ধ হয়েছেন ঘরোয়া লিগ থেকে। তারপরও নগদ বিশ লাখ টকার জরিমানাও গুনতে হচ্ছে তাকে। মাশরাফির মতে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায়ও নেই, যেটা হয়েছে, সেটা মেনে নেয়া ছাড়া উপায় নেই। সামনে যেনো আমরা কোনো মিসটেক না করি। সাব্বিরের সাথে হয়েছে; কিন্তু আর কারো সাথে যাতে না হয়।

জাতীয় দলের ক্রিকেটারদের দেশের অনেক তরুণই অনুসরণ করে। তাদের আচরণও সেরকম হওয়া উচিত বলে মত ওয়ানডে অধিনায়কের, প্রথম কথা হচ্ছে যে, বিসিবির অধীনে আমরা সবাই। একই সঙ্গে  আমাদের সবাই ফলো করে। তরুণরা যারা উঠে আসছে, অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯; তারাও আমাদের ফলো করে। সুতরাং মাঠের বাইরের সব কিছু ঠিক রাখা আমাদের দায়িত্ব। সবাই যেহেতু আমাদের ফলো করে, সুতরাং আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আমরা যাতে আমাদের কাজগুলো ঠিক করি।

কোচ নেই। বিসিবি সভাপতি বলেছেন এবার সাকিব আর মাশরাফিই কোচ। তাদের দায়িত্বের গুরুত্ব বোঝাতেই এমনটা বলে থাকলেও আলাদা কিছু করার জায়গা দেখছেন না মাশরাফি, আমার মনে হয় না, আলাদা কিছু করতে হবে। উনি (বিসিবি প্রধান) যেটা বুঝিয়েছেন, সেটা হলো সিনিয়র খেলোয়াড়দের দায়িত্বের বিষয়টা। যেটা সব সময়ই থাকে। আলাদা কিছু করতে গেলে আরো সমস্যার তৈরি হতে পারে।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

32m ago