যুক্তরাষ্ট্রের হুমকিকে পরোয়া করি না: নওয়াজ শরীফ

nawaj sharif
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। ছবি: রয়টার্স ফাইল ফটো

যুক্তরাষ্ট্রের হুমকিকে তার সরকার পরোয়া করে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।

আজ (৩ জানুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-এর সরকার সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্রের দেওয়া সাহায্য বন্ধের হুমকিকে গুরুত্ব দেয় না।

নওয়াজ শরীফ এমন সময় এই মন্তব্য করলেন যখন পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের ২৫ কোটি ৫০ লাখ ডলার সামরিক সাহায্য বন্ধ করে দেওয়া নিয়ে ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে উত্তপ্ত বাক-যুদ্ধ চলছে।

ছোট ভাই শাহবাজ শরীফকে নিয়ে নওয়াজ সৌদি আরব থেকে দেশে ফেরার একদিন পর এই সংবাদ সম্মেলন ডাকেন। তিনি সেখানে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছিলেন।

পাকিস্তান সম্পর্কে টুইটারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “আন্তরিক নয়” এবং “দুঃখজনক” শব্দ ব্যবহারের প্রেক্ষিতে নওয়াজ বলেন, “একজন রাষ্ট্রপ্রধানকে অন্য দেশ সম্পর্কে মন্তব্য করতে যাওয়ার আগে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয়।”

তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে আমাদের উপহাসের পাত্র হওয়া উচিত নয়।”

সাবেক এই প্রধানমন্ত্রী দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসিকে উপদেশ দিয়ে বলেন, “এমন একটি নীতিমালা তৈরি করতে হবে যাতে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার প্রয়োজন না হয়। আমাদেরকে এভাবে আঘাত দিয়ে কেউ যেন কথা বলতে না পারে।”

৯/১১ এর পর থেকে পাকিস্তানের মতো আর কোন দেশকে এতো মানবিক ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়নি উল্লেখ করে নওয়াজ বলেন, “আমরা ১৭ বছর থেকে যুদ্ধের মধ্যে বসবাস করছি। যদিও কৌশলগতভাবে এটি আমাদের যুদ্ধ নয়।”

তিনি আরো বলেন, “মার্কিন প্রেসিডেন্টের জানা উচিত যে পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ) ক্ষমতায় আসে ২০১৩ সালে। আমরা পাকিস্তানে সন্ত্রাসের ইতি টানার জন্যে কার্যকর পদক্ষেপ নিয়েছি।”

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Govt issues ordinance amending Anti-Terrorism Act

Activities of certain entities, and activities supporting them can now be banned

2h ago