বাসে আগুন লেগে ছাত্রলীগের ১২ জন আহত
রাজধানীর ফার্মগেট এলাকায় একটি বাসে আগুন লেগে ছাত্রলীগের ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের সন্দেহ, গ্যাস বেলুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুন ধরে যাওয়া বাসটিতে ছাত্রলীগের প্রায় ৪০ জন নেতাকর্মী ছিলেন। ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রায় যোগ দিতে তারা উত্তরা থেকে শাহবাগে যাচ্ছিলেন।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে পৌঁছানোর পর বাসটিতে আগুন লেগে যায়। একটি ফায়ার ফাইটিং ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বাসের ভেতর কারও সিগারেট থেকে গ্যাসবেলুনে আগুন লেগে থাকতে পারে। সাজসজ্জার জন্য তাদের হাতে বেলুন ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক বাবুল মিয়া জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Comments