সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভারতের চার ভারোত্তলকের
ভারতের রাজধানী নয়া দিল্লির একটি জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ভারতের চার জন ভারোত্তলক। দুর্ঘটনায় গুরুতর আহত দেশটির বিশ্বজয়ী খেলোয়াড় সক্ষম যাদবও।
আজ রবিবার ভোরে দিল্লি-চন্ডিগর জাতীয় সড়কের সিন্ধাসীমান্তের কাছে ছয় জন খেলোয়াড়বাহী প্রাইভেট কারটি প্রথমে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় ও এরপর গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চার ভারোত্তলক নিহত হন। তারা হলেন, হারিস, সুরজ, পিন্টু এবং মধু।
দুর্ঘটনায় স্বর্ণজয়ী বিশ্ব চ্যাম্পিয়ন সক্ষম যাদবসহ আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। তাদের স্থানীয় সালিমার মেট্রো হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, পানিপথ নামের একটি এলাকায় ইভেন্ট শেষ করে দিল্লিতে বাসায় ফিরছিলেন ওই খেলোয়াড়রা। রাত আনুমানিক ৪টায় এই দুর্ঘটনার কারণ হিসাবে ঘন কুয়াশাকে দায়ী করা হচ্ছে।
Comments