সাংহাইয়ের কাছে জাহাজের সংঘর্ষ: ২ বাংলাদেশি নিখোঁজ
চীনের সাংহাইয়ের কাছে সাগরে একটি তেলের ট্যাঙ্কার ও পণ্যবাহী জাহাজের সংঘর্ষের ঘটনায় দুই বাংলাদেশিসহ ৩২ জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজরা সবাই তেলের ট্যাঙ্কারটিতে ছিলেন। এই ঘটনার পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায় বলে চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, তেল ট্যাঙ্কারে নিখোঁজদের মধ্যে ৩০ জন ইরানের নাগরিক ও দুজন বাংলাদেশি। শনিবার দিবাগত রাতে উপকূল থেকে ২৫৭ কিলোমিটার সাগরের ভেতরে হংকংয়ে নিবন্ধিত সিএফ ক্রিস্টাল নামের জাহাজটির সাথে ইরানের সাচি নামের ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়।
Search and rescue operation under way as 32 went missing after two vessels collided off the east coast of China; A Panama registered oil tanker is on fire pic.twitter.com/RslNE08cyd
— CGTN (@CGTNOfficial) January 7, 2018
চীনা কর্তৃপক্ষ আরও জানায়, সংঘর্ষের পর পুরো তেলের ট্যাঙ্কারটি ভস্মীভূত হয়ে যায়। পানামায় নিবন্ধিত এই ট্যাঙ্কারটি ইরান থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল।
ক্রিস্টাল জাহাজের ২১ জন ক্রুর সবাইকে উদ্ধার করা হয়েছে। তারা সবাই চীনের নাগরিক। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে চীন।
Comments