জিম্বাবুয়ের ত্রিদেশীয় সিরিজের দলে টেইলর-জার্ভিস

কোলপাক চুক্তি থেকে সরে এসে সাদা পোশাকে আগেই জিম্বাবুয়ের হয়ে ফিরেছেন ব্র্যান্ডন টেইলর ও কাইল জার্ভিস। এবার রঙিন পোশাকেও প্রত্যাবর্তন হচ্ছে তাদের। বাংলাদেশ, শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের দলে নাম আছে এই দুজনের।
এই দুজন ছাড়াও সর্বশেষ ওয়ানডে সিরিজ থেকে পরিবর্তন আছে আরও বেশ কয়েকটি। অনেকটা চমক হয়েই দলে ডাক পেইয়েছেন লেগ স্পিনার ব্র্যান্ডন মাভুতা ও উইকেটকিপার ব্যাটসম্যান রায়ান মারি। বাদ পড়েছেন অভিফফ শন উইলিয়ামস, চামু চিবাবা।
ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি ঢাকায় পৌঁছার কথা জিম্বাবুয়ের। ১৩ জানুয়ারি বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৫ জানুয়ারি মাশরাফি মর্তুজার দলের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামবে তারা।
টেইলর সর্বশেষ ওয়ানডে খেলেছেন দুই বছর আগে। জার্ভিস শেষবার খেলেছিলেন সেই ২০১৩ সালে।
জিম্বাবুয়ে ওয়ানডে দল: গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারি, তেন্দাই চিসোরো, ব্র্যান্ডন মাভুতা, ব্লেজিং মুজারাবানি, ক্রিস এমপোফু, তেন্দাই চাতারা, কাইল জার্ভিস।
Comments