ইলিশ রফতানির নিষেধাজ্ঞা উঠছে
ছয় বছর পর ইলিশ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আজ বলেছেন, ইলিশ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। শিগগিরই এই সিদ্ধান্ত হবে বলেও জানান মন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ সকালে সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান।
মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে ইলিশের চাহিদা বৃদ্ধি পেয়েছে। সেই সাথে দেশেও ইলিশের উৎপাদন বেড়েছে। সে কারণেই ইলিশ রফতানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে।
২০১২ সালের ১ আগস্ট থেকে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে সরকার।
নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মাংস উৎপাদনে স্বয়ংসম্পন্নতা অর্জনের পরিকল্পনা রয়েছে সরকারের। সে কারণেই এই মুহূর্তে মাংস আমদানির দরকার নেই। মন্ত্রীর ভাষ্য, “বাজারে মাংসের দাম কমছে। আমাদের আশা এই ধারা অব্যাহত থাকবে।”
এ প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, মাংসের দাম কমানোর ব্যবস্থা নিবে সরকার। “আগামী এক থেকে দুই বছরের মধ্যে আমরা মাংসের দাম নিয়ন্ত্রণে আনব।” গরুর মাংসের উৎপাদন বাড়াতে উন্নত গরুর প্রজননে সরকার ইতিমধ্যে একটি প্রকল্প গ্রহণ করেছে। কিন্তু অতীতের মত দাম কমানো সম্ভব নয় বলেও যোগ করেন তিনি।
Comments