দলে ফেরা ছিল চ্যালেঞ্জের : এনামুল
এনামুল হক বিজয় দল থেকে ছিটকে পড়েছিলেন চোটে পড়ে। তার হারানো জায়গা আরও ভালো পারফরম্যান্স দিয়ে ধরে রেখেছিলেন ইমরুল কায়েস আর সৌম্য সরকার ঘরোয়া লিগে টানা ধারাবাহিকতা রেখে দলে ফেরাটা ছিল তাই তার জন্য চ্যালেঞ্জের।
গত ঢাকা প্রিমিয়ার লিগ আর জাতীয় লিগে ছয়শর বেশি রান করেছেন। রান পেয়েছেন বিপিএলেও। দলা না ফেরার আক্ষেপ থেকে প্রতিটা ধাপে টের পেয়েছেন চ্যালেঞ্জ, ‘হতাশার চেয়ে বেশি ছিলো চ্যালেঞ্জ। আমার জন্য ঘরোয়া পর্যায়ের প্রত্যেকটা আসরই চ্যালেঞ্জিং ছিলো। প্রিমিয়ার লিগেই যেমন, শেষ হলেই কথা উঠতো বিজয় কতো রান করলো। বা প্রথম শ্রেণির ক্রিকেটেও একই কথা। বিপিএলেও সবাই দেখেছে কতো করলাম। এটা আমার জন্য চ্যালেঞ্জ।’
২০১৫ সালের বিশ্বকাপে চোটে পড়ে ছিটকে যান। মাঝের সময়টায় দলে আসার মতো বড় কিছু করতে পারেননি। গেল দুই মৌসুমেই হাসছে তার ব্যাট। এই সময়ে ঘরোয়া লিগের অভিজ্ঞতা কাজে লেগেছে তার, ‘আমার মনে হয় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। লম্বা কিছু ম্যাচ খেলেছি। সম্ভবত ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। ওয়ানডেও খেলেছি ৪০টার মতো। এটা একটা অভিজ্ঞতা। এ ছাড়া ওয়ানডে লিগে বা প্রথম শ্রেণির লিগে দলকে জেতানো বা জেতা দলে থাকা; এটাও একটা দারুণ অভিজ্ঞতা।’
দলে থাকার সময় বেশি ডট বল খেলার বদনাম ছিল তার। ব্যাটিং স্টাইলে এবার কি বদল আনছেন? ‘খেলি, দেখা যাক। দোয়া করবেন। মনে হয় ভালো কিছু করতে পারবো।’
জাতীয় দলের হয়ে ৩০ ওয়ানডে খেলে ৩৫.১৮ গড়ে এনামুলের রান ৯৫০। ৭০ স্ট্রাইকরেটের সঙ্গে আছে তিন সেঞ্চুরি আর তিন ফিফটি।
Comments