ঢাকা উত্তরের উপ-নির্বাচন ২৬ ফেব্রুয়ারি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ধার্য করা হয়েছে ১৮ জানুয়ারি। মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়রের পদ শূন্য হয়েছিল।
আজ সকালে আগারগাওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা নির্বাচনের দিনক্ষণ ও মনোনয়ন জমা দেওয়ার তারিখ ঘোষণা করেন। একই দিনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন ৩৬ টি ওয়ার্ডেও নির্বাচন হবে।
তফসিল অনুযায়ী, জমা আগামী ২১ ও ২২ জানুয়ারি জমা পড়া মনোনয়ন যাচাই বাছাই কাজ হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।
প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা আজ সাংবাদিকদের ব্রিফ করার সময় বলেন, এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে কমিশন। তিনি সব পক্ষের সহযোগিতা কামনা করে বলেন, তাদের আশা এটা ভোটের উৎসব হবে।
গত ৩০ নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিসুল হক মারা যাওয়ায় ঢাকা উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী পদ খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল ২০১৫ সালের ২৮ এপ্রিল বড় ব্যবধানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন।
Comments