শ্রীলঙ্কা দলে চমকের নাম মাদুশঙ্কা

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ আর জিম্বাবুয়ে দল ঘোষণা করেছে দুদিন আগেই। শ্রীলঙ্কার দল নিয়ে ছিল সবার কৌতুহল। অবশেষে মঙ্গলবার দল দিয়েছে লঙ্কানরা। থিসিরা পেরেরাকে জায়গায় অধিনায়ক করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তবে দলে সবচেয়ে বড় চমক পেসার শিহান মাদুশঙ্কা।
mathews
দল ঘোষণার সময় অধিনায়ক ম্যাথুস ও কোচ হাথুরুসিংহে

ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ আর জিম্বাবুয়ে দল ঘোষণা করেছে দুদিন আগেই। শ্রীলঙ্কার দল নিয়ে ছিল সবার কৌতুহল। অবশেষে মঙ্গলবার দল দিয়েছে লঙ্কানরা। থিসিরা পেরেরাকে জায়গায় অধিনায়ক করা হয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসকে। তবে দলে সবচেয়ে বড় চমক পেসার শিহান মাদুশঙ্কা।

প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম মিশনেই চমক দেখিয়েছেন চন্ডিকা হাথুরুসিংহে। তার আগ্রহে মাত্র তিনটি লিস্ট-এ ম্যাচের অভিজ্ঞতা সম্পন্ন মাদুশঙ্কাকে নিয়ে আসা হচ্ছে বাংলাদেশে। ডানহাতি এই পেসার প্রথম শ্রেণীর ম্যাচও খেলেছেন তিনটি।

মাদুশঙ্কার ব্যাপারে হাথুরুর মত, ‘তার গতি আছে যা অনুশীলন করে পাওয়া যাবে না। তাকে দীর্ঘমেয়াদে কাজে লাগানোর পরিকল্পনায় দলে নেওয়া হয়েছে।’

টেস্টে রান করতে থাকায় ওয়ানডেতেও ফিরেছেন দিনেশ চান্দিমাল। ঘরোয়া ক্রিকেটের ফর্ম দেখিয়ে জায়গা করে নিয়েছেন কুশল মেন্ডিস।

ত্রিদেশীয় সিরিজ খেলতে ১৩ জানুয়ারি ঢাকা আসবে শ্রীলঙ্কা দল। ১৭ জানুয়ারি তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

ত্রিদেশীয় সিরিজের শ্রীলঙ্কা দল: 

অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুস্কা গুনাতিলকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকভেলা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দুষ্মন্ত চামিরা, শেহান মাদুশঙ্কা, আকিলা দনাঞ্জয়া, লক্ষণ সান্দাকান, ওয়ানিডু হাসারাঙ্গা।

Comments