মৌলভীবাজারের ২ যুদ্ধাপরাধীর ফাঁসি, ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের দুই জনকে মৃত্যুদণ্ড ও অপর তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৌলভীবাজারের দুই জনকে মৃত্যুদণ্ড ও অপর তিন জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন উজার আহমেদ চৌধুরী (৬৩) ও নেসার আলী (৭৫)। আর আমৃত্যু কারাদণ্ডের রায় পেয়েছেন ইউনুস আহমেদ (৭১), সামসুল হোসেন তরফদার (৬৫) ও মোবারক মিয়া (৬৬)। এদের মধ্যে ইউনুস ও উজার কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক।

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ট্রাইব্যুনালের তিন সদস্যের বিচারকের বেঞ্চ আজ এই রায় দেন। রায়ে বলা হয়, ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত পলাতক ওই তিনজনকে গ্রেফতার করতে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের আইজিপিকেও নির্দেশ দেন আদালত।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। ছবি: তুহিন শুভ্র অধিকারী

গত বছর ২৬ মে আসামীদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। এসব অভিযোগে বলা হয় আসামীরা ১৯৭১ সালের বিভিন্ন সময়ে অপহরণ, নির্যাতন, বাড়িতে অগ্নি সংযোগ, লুটপাট ও গণহত্যার মত পাঁচটি মানবতাবিরোধী অপরাধে সংঘটিত করেছেন। ২৯ ডিসেম্বর ১৪ জন হিন্দুকে গণহত্যার অভিযোগও আনা হয় এদের বিরুদ্ধে।

আসামী ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতবছর ২০ নভেম্বর এই মামলার বিচারিক কার্যক্রম শেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago