সন্ধ্যায় ‘নায়ক’ হবেন বাপ্পী
মহরতের মধ্য দিয়ে আজ (১০ জানুয়ারি) সন্ধ্যায় ‘নায়ক’ ছবির নায়ক হতে যাচ্ছেন বাপ্পী। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এই ছবিতে বাপ্পীর বিপরীতে রয়েছেন অধরা খান।
এতে আরো অভিনয় করবেন মৌসুমী, শিমুল খান প্রমুখ।
পরিচালক ইস্পাহানি আরিফ জাহান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সুন্দর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। এই সময়ের উপযোগী করে ছবিটি তৈরি করার পরিকল্পনা করেছি।”
ছবির সেট থেকে শুরু করে সবকিছুতে নতুনত্ব থাকবে উল্লেখ করে তিনি আরো বলেন, “এখনকার দর্শকদের জন্য ছবিটি বানাতে চাই।”
বাপ্পী দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এই ‘নায়ক’-এর গল্প একটু ভিন্ন ধরণের। নিজেকে এই ছবির চরিত্রের সঙ্গে মেলানোর চেষ্টা করছি। ছবিটিতে দর্শকরা আমাকে একটু ভিন্ন লুকে দেখতে পারবেন।”
নতুন এই চলচ্চিত্র ছাড়াও বাপ্পী’র ‘দাগ’ ও ‘প্রেমের বাঁধন’ নামের দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments