১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত দ্বিতীয় মেয়াদের সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যে শেখ হাসিনা তাঁর সরকারের গত নয় বছরের সাফল্য তুলে ধরবেন বলে প্রধানমন্ত্রীর মিডিয়া উইংয়ের তরফ থেকে আজ (১০ জানুয়ারি) বিকেলে দ্য ডেইলি স্টারকে জানানো হয়।
উল্লেখ্য, গত ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৎকালীন বিরোধীদল বিএনপি-সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সেই নির্বাচন বর্জন করেছিলো।
Comments