ইজতেমায় যোগ দিচ্ছেন না মওলানা সাদ কান্ধলভী: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতের তাবলিগ জামাতের মুরুব্বি মওলানা সাদ কান্ধলভী বিশ্ব ইজতেমায় অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আজ (১১ জানুয়ারি) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগ জামাতের নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ সিদ্ধান্ত জানান।
সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মওলানা সাদ কান্ধলভী ঢাকায় অবস্থান করবেন কিন্তু ইজতেমায় অংশ নিবেন না।
উল্লেখ্য, গতকাল মওলানা সাদ ভারত থেকে ঢাকায় এলে বিশ্ব ইজতেমায় তাঁর অংশগ্রহণের বিরোধিতা করে তাবলিগ জামাতের একাংশ বিমানবন্দরের সামনে অবস্থান ও বিক্ষোভ করেন। এতে বিমানবন্দর সড়কসহ বিভিন্ন সংযোগ সড়ক বন্ধ হয়ে গেলে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মওলানা সাদের বিরোধীরা মূলত কট্টরপন্থি হেফাজতে ইসলামের সমর্থক। তাদের দাবি, এই ভারতীয় শীর্ষ মওলানা “কোরআন ও সুন্নাহ নিয়ে বিতর্কিত মন্তব্য” করেছেন। বিক্ষোভের সময় তারা মওলানা সাদের বিরুদ্ধে স্লোগানও দেন।
Comments