মধ্যাঞ্চলের হয়ে লড়লেন কেবল রকিবুল

Rokibul Hasan
রকিবুল হাসান। (ফাইল ছবি)

প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে যাওয়া মধ্যাঞ্চলের উপর বিশাল রানের বোঝা চাপিয়েছিল উত্তরাঞ্চল। দ্বিতীয় ইনিংসে কেবল রকিবুল হাসান দেখিয়েছেন তাগদ। এরপরও হারের মুখে তার দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসেও ছিল পেসারদের ঝাঁজ। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া আরিফুল হক এই ইনিংসেও ছিলেন তেতে। দুই ওপেনারকে ছেঁটে ফেলে শুভাশিস রায়ও ঝরান আগুণ। এতে ৮৪ রানে ৫ উইকেট হারায় রকিবুলদের মধ্যাঞ্চল।

টপ অর্ডারদের ফের ব্যর্থতায় রকিবুলকে সঙ্গ দিয়েছেন লেগ স্পিনার তানভীর হায়দার। ষষ্ঠ উইকেটে তারা দুজনে যোগ করেন ১১৪ রান। রকিবুলকে রেখে ৩৮ রান করা তানভীর ফিরে গেলে ইনিংস হারের শঙ্কায় পড়ে মধ্যাঞ্চল। সেঞ্চুরি করার ঠিক পরই আউট হয়ে যান রকিবুলও। ১০৫ রানের মাথায় তাকে ফেরান সোহরাওয়ার্দি শুভ। এই স্পিনারও নিয়েছেন দুই উইকেট।

পরে ৭ উইকেটে ২৩৪ রান তোলে কোনমতে তৃতীয় দিন পার করেছে মোশাররফ হোসেনের দল। হাতে তিন উইকেট নিয়ে ইনিংস হার এড়াতে তাদের এখনো চাই ৩৫ রান। ১৪ রান করা অধিনায়ক মোশাররফের সঙ্গে ক্রিজে আছেন নয়ে ব্যাট করতে নামা মেহরাব হোসেন জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়ালটন মধ্যাঞ্চল: প্রথম ইনিংস ১৮৮

বিসিবি উত্তরাঞ্চল: প্রথম ইনিংস ৪৫৭ (জহুরুল ১৫৮)

ওয়ালটন মধ্যাঞ্চল: দ্বিতীয় ইনিংস ২৩৪/৭  (তৃতীয় দিন শেষে) ( রকিবুক ১০৫ ; আরিফুল ২/৩১, শুভাশিস ২/৪০)

 

 

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

33m ago