চুলায় গ্রেনেড রেখে আস্তানা উড়িয়ে দিতে চেয়েছিল জঙ্গিরা: র‍্যাব

তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে রুবি ভিলা নামের একটি বাড়িতে অভিযান চালায় র‍্যাব। ছবি: প্রবীর দাশ

রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানে নিহত জঙ্গিরা গ্যাস ও গ্রেনেড বিস্ফোরণ করে আস্তানাটি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজ ভোরে ওই অভিযানে তিন জন নিহত হয়। র‍্যাব বলছে, নিহতরা সবাই জঙ্গি।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব মহাপরিচালক বেনজির আহমেদ বলেন, “অভিযানের সময় জঙ্গিরা প্রথমে ঘরে গ্যাস ছড়িয়ে দেয়। এর পর তারা চুলার ওপর গ্রেনেড রেখে আগুন ধরিয়ে পুরো ঘরটিতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। আল্লাহর অসীম রহমতে এটা হয়নি।” সেখানে আরো একটি অবিস্ফোরিত আইইডি, সুইসাইড ভেস্ট, পিস্তল ও বিস্ফোরক জেল পাওয়া গেছে বলেও জানান র‍্যাব মহাপরিচালক।

জঙ্গিদের পরিচয় সম্পর্কে তিনি বলেন, জাহিদ নাম ব্যবহার করে একটি এনআইডি পাওয়া গেছে। সেখানে আরেকটি এনআইডির ফটোকপি পাওয়া গেছে। তবে সেখানে একই ছবি থাকলেও নাম ছিল সজীব। এ থেকে ধারণা করা হচ্ছে তারা ভুয়া পরিচয় ব্যবহার করে বাসা ভাড়া নিয়েছিল।

রুবি ভিলার পঞ্চম তলায় 'জঙ্গি আস্তানায়' র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্য। ছবি: প্রবীর দাশ

তিনি বলেন, অভিযান শেষে নিহত জঙ্গিদের লাশ ঘরের ভেতর পাওয়া গেছে। নিহতদের সবার বয়স ২০-৩০ বছরের মধ্যে। ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে গত বছর ৪ জানুয়ারি তারা বাসাটি ভাড়া নিয়েছিল।

এর আগে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, রুবি ভিলা নামের ছয় তলা বাড়িটির পঞ্চম তলায় জঙ্গিরা অবস্থান করছে সন্দেহে রাত ২টার দিকে বাড়িটি ঘিরে ফেলে র‍্যাব। টের পেয়ে জঙ্গিরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ও গ্রেনেড ছুড়ে। পরে দরজা ভেঙে আস্তাটিতে ঢুকে অভিযান চালানো হয়।

পশ্চিম নাখাল পাড়ায় রুবি ভিলার বাইরে র‍্যাবের অবস্থান। ছবি: প্রবীর দাশ

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের রিপোর্টার জানান ভোরের দিকে অভিযানের সময় পশ্চিম নাখালপাড়ার ওই বাড়িটি থেকে গুলিবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মুফতি মাহমুদ জানান, অভিযান শুরুর আগেই বাড়িটির অন্য সব বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হয়। অভিযানে র‍্যাবের দুজন সদস্য আহত হয়েছেন।

রুবি ভিলার ষষ্ঠ তলার বাসিন্দা ও তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র পারভেজ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, রাত সাড়ে ৩টার দিকে গুলির শব্দে তার ঘুম ভেঙে যায়। পঞ্চম তলার দরজা ও জানালা সব সময়ই বন্ধ থাকত। ওই তলার বাসিন্দাদের খুব কমই দেখা যেত।

Comments

The Daily Star  | English

Bangladesh women retain SAFF glory

Bangladesh retained the title of SAFF Women's Championship with a 2-1 win against Nepal in an entertaining final at the Dasharath Stadium in Kathmandu today. 

33m ago